Logo
Logo
×

খবর

ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা বাবা ও দুই ছেলে নিহত

পাঁচ স্থানে শিশু ও যুবকসহ সড়কে ঝরল আরও ৬ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও দুই ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এ ছাড়া পাঁচ স্থানে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে নারায়ণগঞ্জে সুপারভাইজার, নাটোরে চালকসহ দুজন, কুমিল্লায় শিশু, ফরিদপুরে ব্যবসায়ী ও ভোলায় যুবক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় বাসের সুপাইভাইজার বাচ্চু মিয়া নিহত হয়েছেন। মঙ্গলবার ঢাকা-কাসিলেট মহাসড়কের রূপসী এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। বাচ্চু মিয়া নরসিংদী মনোহরদী থানাধীন খিদিরপুর এলাকার লাল মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সুপার ডিলাক্স পরিবহণের সুপারভাইজার হিসাবে কর্মরত ছিল।

টাঙ্গাইল ও বাসাইল : নিহতরা হলেন-শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার আমজাদ এবং তার দুই ছেলে রাতুল ও অতুল। রাত থেকেই মহাসড়কের পাশে ট্রাকটি দাঁড়িয়েছিল। সকালে ঢাকা থেকে শেরপুরগামী মাইক্রোবাস ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও তার দুই ছেলে মারা যান। দুর্ঘটনায় গাড়ির চালক ও রাতুলদের মাসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর : নাটোরে পিকআপ চাপায় যুবক মোহাম্মদ রনি এবং ব্যবসায়ী বৃদ্ধ আব্দুল মজিদ প্রাণ হারিয়েছেন। পাবনার বেড়াবাড়ি এলাকার বাসিন্দা তারা। সোমবার চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে ছেড়ে আসা পাবনাগামী পিকআপ শহরের চক বৈদ্যনাথ চামড়াপট্টি এলাকায় বিকল হয়ে যায়। চালক রনি ও ব্যবসায়ী মজিদ গাড়িটি সারাচ্ছিল। এ সময় আরেকটি পিকআপ তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : ব্রাহ্মণপাড়ায় ভ্যানগাড়ির ধাক্কায় শিশু নুরজাহানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার চান্দলা গজারিয়া এলাকার সিদলাই-চান্দলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নুরজাহান উপজেলার চান্দলা রামচন্দ্রপুর (পূর্ব পাড়া) রফিক ডাক্তার বাড়ির রুহুল আমিনের মেয়ে।

ফরিদপুর : বোয়ালমারীতে পিকআপের ধাক্কায় গরু ব্যবসায়ী লিয়াকত হোসেনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদীরদি কলেজসংলগ্ন আঞ্চলিক সড়কে গাড়ি উলটে গেলে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। লিয়াকত মাগুরার সংকোচখালি গ্রামের এসেন মোল্লার ছেলে।

চরফ্যাশন দক্ষিণ (ভোলা) : চরফ্যাশনে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নুরনবীর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার শশীভূষণের কলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরনবী দক্ষিণ আইচা থানাধীন চর-মানিকা ৯নং ওয়ার্ড করিম পাড়া সেকান্তর ব্যাপারী বাড়ির শানু বেপারীর ছেলে। তিনি অটোচালক ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম