সেনাবাহিনীর ইউনিফর্ম উদ্ধার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ লিডার গ্রেফতার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৪ লিডার গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর রানিরবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর ব্যবহৃত ৩ গজ ইউনিফর্ম কাপড়সহ বিভিন্ন অবৈধ, সন্দেহজনক সামগ্রী ও দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-ইয়াবা, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, চাপাতি, কুড়াল, বড় ছুরি, কাঁচি, কাটিং প্লাস, সিসিটিভি ডিভিআর, সেলাই রেঞ্জ, বাটুল (লোহার বস্তু), গাঁজা, ছুরি ও সেনাবাহিনীর ইউনিফর্ম।
গ্রেফতাররা হলেন-বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের দিলীপ চন্দ্র শীলের ছেলে চয়ন চন্দ্র শীল, আদর্শ সদর উপজেলার চম্পকনগড় গ্রামের হানিফ মিয়ার ছেলে ফরিদ, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের কাজল মিয়ার ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের কবির উদ্দিনের ছেলে তুহিন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের চার লিডার গ্রেফতার হয়েছে। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
