ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উলটে অগ্নিকাণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) প্রধান ফটকের সামনে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক উলটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি উলটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কয়েকটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজিএফসিএল স্কুল অ্যান্ড কলেজের ফটকের পূর্বদিকে সড়কের বড় গর্তের কারণে ট্রাকটি আরেকটি যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে উলটে যায়। আশুগঞ্জ-আগরতলা ফোরলেন প্রকল্পের এই অংশে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
