Logo
Logo
×

খবর

ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫

মহাদেবপুরে বাসে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারাল তিন বন্ধু * তিন স্থানে দুই পথচারীসহ ঝরল আরও ৩ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গায় বাস-মাহিন্দ্রার সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় তিন স্থানে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে দুই পথচারী এবং নাটোরে নৈশপ্রহরী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ভাঙ্গা (ফরিদপুর) ও শিবচর (মাদারীপুর) : নিহতরা হলেন-মাদারীপুরের শিবচর থানার ইব্রাহীম সরদার ও তার ছেলে মনির সরদার, একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া ও ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর রহমান এবং ভাঙ্গা পৌরসভার কুটিবাড়ী চরকান্দা গ্রামের ভাড়াটিয়া আহাদুল মুন্সি। তিনি গোপালগঞ্জের আজিজ মুন্সির ছেলে। শিবচর ও ভাঙ্গা থেকে ভোরে আট যাত্রী নিয়ে মাহিন্দ্রাটি মাদারীপুরের টেকেরহাটের উদ্দেশে যাচ্ছিল। পথে ওই স্থানে পৌঁছলে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোড়ল পরিবহণের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়েন এবং দেহ ছিন্নভিন্ন হয়ে চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে আনার পর আরও একজনের প্রাণ যায়। এদিকে দুর্ঘটনার সময় হতাহত ব্যক্তিদের সঙ্গে থাকা ৭ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, নিহত সবার পরিচয় শনাক্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। নিহতরা গরু ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা গরু কেনার জন্য টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। উদ্ধার টাকা তদন্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে।

মহাদেবপুর (নওগাঁ) : বাসে মোটরসাইকেলের ধাক্কায় নিহত শিক্ষার্থীরা হলো-উপজেলা সদরের কলেজপাড়ার বেথুল আশরাফের ছেলে কলেজ শিক্ষার্থী সুনিবিড় আশরাফ, শাহাজাহান আলীর ছেলে সাদমান সাকিব ও উপজেলার চাঁন্দাশ ইউপির কন্দর্পপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আখতারুজ্জামানের ছেলে আরিয়ান হৃদয়। মঙ্গলবার সন্ধ্যায় মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর-পত্নীতলা থানার সীমান্তবর্তী এলাকা পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আশরাফ একটি পলিটেনিক কলেজের শিক্ষার্থী, সাকিব চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে আর হৃদয় জাহাঙ্গীরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। বিকালে মোটরসাইকেলে তিন বন্ধু বাড়ি থেকে নজিপুর বাজারে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে পার্বতীপুর মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা। ঘটনাস্থলেই মারা যায় আশরাফ। অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার সময় মহাদেবপুর পৌঁছলে রাতে হৃদয়ের মৃত্যু হয় আর সাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

বন্দর (নারায়ণগঞ্জ) : বন্দরে ট্রাকচাপায় নিহত হয়েছেন পথচারী সোহেল। মঙ্গলবার মধ্যরাতে ২০নং ওয়ার্ড বন্দরের হাজিপুর স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সোহেল ২০নং ওয়ার্ড বন্দরের পশ্চিম হাজিপুর এলাকার আব্দুল আউয়াল মুন্সির ছেলে।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় প্রাইভেটকার চাপায় পথচারী সুলতান মিয়ার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। বুধবার উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে রাস্তা পারের সময় পিকআপের ধাক্কায় নৈশপ্রহরী কাশেম আলী মণ্ডলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গড়মাটিঘাট গুচ্ছগ্রামের নায়েব আলী মণ্ডলের ছেলে। মঙ্গলবার রাতে গড়মাটি বাজারে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম