Logo
Logo
×

খবর

ঈদের ছুটিতে সড়কে ঝরল ৩৫ প্রাণ

ময়মনসিংহ ও বগুড়ায় বাবা-ছেলেসহ ঝরল ৭ প্রাণ * নরসিংদীতে বাসচাপায় তিন বন্ধু নিহত * মৌলভীবাজারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই পরপারে * রংপুরে মোটরবাইক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ নিহত ২

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় ৩৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রাজধানীতে শিশুসহ দুজন, বরিশালে পথচারীসহ দুজন, চট্টগ্রামে বাইসাইকেল আরোহীসহ দুজন, পটুয়াখালীতে বৃদ্ধ, ফরিদপুরে দুই শিক্ষার্থী, বগুড়ায় বাবা-ছেলে, নরসিংদীতে তিন বন্ধু, নাটোরে অটোচালক, ভোলায় শ্রমিক, খাগড়াছড়িতে নারী, গোপালগঞ্জে মোটরসাইকেল আরোহী, বাগেরহাটে যাত্রী, মৌলভীবাজারে দুই ভাই, পাবনায় যুবক, রংপুরে বিশ্ববিদ্যালয়ছাত্রসহ দুজন এবং কুষ্টিয়ায় দুই বাইকচালক, ময়মনসিংহে পাঁচজন, ফেনীতে ব্যবসায়ী ও সিলেটে চিকিৎসকসহ তিনজন রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : রাজধানীতে পিকআপের ধাক্কায় শিশু জুঁই আক্তার ও ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক কৌশিক আহমেদ নয়ন নিহত হয়েছেন। শুক্রবার ডেমরা পাইটি ব্র্যাক ব্যাংকের সামনে জুঁই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় তার মা-বাবাও আহত হন। জুঁইয়ের বাবার নাম রঞ্জন আলী। এদিকে খিলগাঁও নাগধার পাড়ে দুর্ঘটনার কবলে পড়েন কৌশিক আহমেদ নয়ন। বৃহস্পতিবার সকালে খিলগাঁও নাগধার পাড় সামিরা ফিলিংস্টেশনের সামনে ডেমরা মহাসড়কে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। নয়ন নারায়ণগঞ্জে গার্মেন্টে চাকরি করতেন। ঈদ উপলক্ষ্যে পরিবারকে আগেই গ্রামের বাড়ি নাটোরে পাঠিয়ে দিয়েছিলেন। সকালে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেলে ঈদ করতে গ্রামের বাড়ি নাটোরে যাচ্ছিলেন। কৌশিক নাটোরের বাগাতিপারা থানার নুরপুর মালঞ্চি গ্রামের মৃত সাজেদুর রহমানের ছেলে।

গৌরনদী (বরিশাল) : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-পথচারী বাবুল প্যাদা ও মোটরসাইকেল চালক যুবক জুয়েল হাওলাদার। দুর্ঘটনায় কমপক্ষে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। শনি থেকে সোমবার রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বাবুল বাকেরগঞ্জ উপজেলার পাদীশিপুর গ্রামের মৃত ইউসুফ প্যাদার ছেলে এবং জুয়েল গৌরনদী উপজেলার চন্দ হার গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-পথচারী দিদারুল আলম ও বাইসাইকেল আরোহী জিয়াউদ্দিন। দিদারুল মীরসরাই উপজেলার হিংগুলী ইউনিয়নের মধ্যম আজম নগর এলাকার কোব্বাত আহমদের ছেলে এবং জিয়াউদ্দিন কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকার বেল্লার বাড়ির সালেহ আহাম্মদের ছেলে। তিনি কুমিরা অরবিট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডেন্টাল কেয়ারের স্টাফ। শনি ও রোববার উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট এবং ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

পটুয়াখালী (দক্ষিণ) : পটুয়াখালীতে পায়রা ফিলিংস্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত হয়েছেন। রাস্তা পারের সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় সডক দুর্ঘটনায় নিহতরা হলো-মাদ্রাসা শিক্ষার্থী রিয়ান ও স্কুল শিক্ষার্থী তাহমিনা আক্তার মীম। সোমবার বিকালে ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের নাওরা ফিডার সড়কে মীম এবং বাস-মোটরসাইকেল সংঘর্ষে রোববার বিকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় রিয়ান দুর্ঘটনার শিকার হয়। মাদারীপুরের ডাসা এলাকার হায়দার আলীর ছেলে রিয়ান আর মিম নাওরা গ্রামের রিফাত আলীর মেয়ে।

বগুড়া : শাজাহানপুরে ঈদগাহ্ মাঠে যাওয়ার পথে সড়কে নিহতরা হলেন- উপজেলার বামুনিয়া মন্ডলপাড়ার আবদুর রাজ্জাকের ছেলে নাবিল পরিবহণের চালক চাঁন মিয়া ও তার চার বছরের ছেলে আবদুল্লাহ। শনিবার সকালে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী : শিবপুরে বাসচাপায় নিহতরা হলেন-উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম, একই গ্রামের বদরুদ্দিনের ছেলে আশিক ও বাবুল মিয়ার ছেলে অপু। তিন বন্ধু সোমবার মোটরসাইকেলে নরসিংদী যান। বাড়ি ফেরার পথে রাতে উপজেলার ইটাখোলা-শিবপুর সড়কের বান্ধারদিয়া পেট্রোলপাম্পের কাছে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন।

সিংড়া (নাটোর) : সিংড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ রমজান আলী মোল্লার মৃত্যু হয়েছে। সোমবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রমজান সিংড়া পৌর শহরের পাটকোল মহল্লার মৃত খাদেম মোল্লার ছেলে।

চরফ্যাশন দক্ষিণ (ভোলা) : চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ২নং ওয়ার্ডে ট্রাকের ধাক্কায় শ্রমিক কালু দেওয়ান প্রাণ হারিয়েছেন। শুক্রবার দুপুরে চরফ্যাশনে আসার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে মাহিন্দ্র উলটে গৃহবধূ পরমিলা ত্রিপুরা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মাটিরাঙার তবলছড়ি বিরাশিটিলায় এ দুর্ঘটনা ঘটে। পরমিলা মাইসছড়ির গুজা ত্রিপুরার স্ত্রী।

গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফয়সাল শেখের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকের মাঠ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফয়সাল শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে।

বাগেরহাট : ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কায় নিহত হয়েছেন অজ্ঞাতনামা যাত্রী। সোমবার রাতে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখায় শনিবার সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-সৌদি প্রবাসী বড়ভাই সাহেদ হোসেন সুমন ও তার ছোট ভাই রুমন আহমদ। কোরবানির মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে গিয়ে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়েন। তারা বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।

চাটমোহর (পাবনা) : চাটমোহরে আম বিক্রি করতে যাওয়ার সময় মাইক্রোবাসের চাপায় যুবক জহুরুল ইসলামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার বোয়াইলমারী গোনস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার হরিপুর কুঠিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

তারাগঞ্জ (রংপুর) : বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারেক মাহমুদ উৎস নিহত হয়েছেন। রোববার রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার নেংটিছেড়া ব্রিজ এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। উৎস রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার নুরুজ্জামান বকুলের ছেলে। এছাড়া শুক্রবার দুপুরে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর সরকারপাড়া গ্রামে শিশু আছিয়া আক্তার মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে। আছিয়া কিসামত মেনানগর সরকারপাড়া গ্রামের মজিদুল্লার মেয়ে।

ভেড়ামারা (কুষ্টিয়া) : ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক অন্তর পাল ও বৃদ্ধ আসকর মন্ডল নিহত হয়েছেন। অন্তর কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গণেশ পালের ছেলে। আর আসকর ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত গাজী সরদারের ছেলে। ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইল এলাকায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে তিনি নিহত হন।

ফুলপুর (ময়মনসিংহ) : তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার পারভেজ মিয়া ও তার শিশুপুত্র হাসান। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আরও দুজনের মৃত্যু হয়। তবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি। একই দিন ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দার গাছতলায় বাস-অটোরিকশা সংঘর্ষে যাত্রী তারাকান্দা উপজেলার পিঠাসুতা গ্রামের শরিফুল ইসলামের মৃত্যু হয়েছে।

দাগনভূঞা (ফেনী) : দাগনভূঞার সিলোনিয়া বাজারসংলগ্ন আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেছে ব্যবসায়ী আবু সুফিয়ানের। সুফিয়ান পূর্বহীরাপুর গ্রামের মরহুম আনোয়ার উল্যাহ প্রকাশ আম্বর মিয়ার ছেলে।

সিলেট : সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-শিক্ষানবিশ চিকিৎসক রহিমা আক্তার, গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল দক্ষিণ গ্রামের শমর আলীর ছেলে কিশোর জাবেদ এবং আশরাফ আলীর ছেলে ফাহিম। ঈদের পরদিন রোববার বিকালে ট্রাকে ধাক্কা দিলে রহিমা দুর্ঘটনার কবলে পড়েন। রহিমা আক্তার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ছিলেন। এছাড়া বৃহস্পতিবার সিলেটের আম্বরখানা-কোম্পানিগঞ্জ সড়কে ওই দুই কিশোর দুর্ঘটনার কবলে পড়েন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম