Logo
Logo
×

খবর

বাগমারায় শিয়াল মারার ফাঁদে প্রাণ হারালেন যুবক

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাগমারায় শিয়াল মারার উদ্দেশ্যে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছেন যুবক আবদুল মমিন। শুক্রবার রাতে উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে গ্রামের একটি পোলট্রি খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মানসিকভাবে অসুস্থ মমিন ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, মমিন প্রায়ই রাতে বাড়ি থেকে বের হয়ে ঘুরে বেড়াতেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে বের হওয়ার পর আর ফেরেননি। পরদিন সকালে গ্রামের ইউসুফ আলীর পোলট্রি খামারের পাশে খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি জানান, ইউসুফ পুলিশকে জানান, প্রায় প্রতিদিনই শিয়ালের আক্রমণে মুরগি খোয়াচ্ছিলেন তিনি। এক রাতে ৫০টিরও বেশি মুরগি খেয়েছে শিয়াল। খামার রক্ষায় রাত ১২টার পর থেকে তিনি খামারের পাশে খোলা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখতেন। এ নিয়ে নিহতের পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম