Logo
Logo
×

খবর

বাবুগঞ্জের সেই জুয়ার আসর ভেঙে আগুন দিল জনতা

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুয়াসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ চালানোর অভিযোগে বরিশালের বাবুগঞ্জে মেলার মাঠে ভাঙচুর চালিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পাশাপাশি কথিত যাত্রা মঞ্চ, জুয়ার টেবিলসহ অবৈধ স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার ‘জুয়ার রাজ্যের নিরাপত্তায় পুলিশ’ শিরোনামে ওই মেলা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যুগান্তর। স্থানীয়রা জানান, বৈশাখী মেলার নামে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ চালানো হচ্ছিল। বিশেষ করে নৃত্য ও গানের নামে অশ্লীলতা এবং প্রকাশ্য জুয়ার আসর বসানো হতো এ মেলায়। যার প্রতিবাদ স্থানীয়রা জানিয়ে এলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছিল না। যার ধারাবাহিকতায় শুক্রবার রাতে তৌহিদি জনতা স্থানীয় নামে স্থানীয় কয়েকশ লোক মেলার মাঠে একযোগে হামলা চালায়। এ সময় তারা মেলার মাঠে টিন ও প্যান্ডেল দিয়ে তৈরি বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়। পাশাপাশি প্যান্ডেলসহ গান-বাজনার বিভিন্ন যন্ত্রাংশেও আগুন ধরিয়ে দেয়।

বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম জানান, তৌহিদি জনতার ব্যানারে প্যান্ডেল ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশের একটি ভবনে শিল্পীরা থাকত। সেখানেও হামলা করে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম