আদালত এলাকায় ভাঙচুর
চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ভাংচুরের মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম এসএম আলাউদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
আদালত সূত্র জানায়, গত ৪ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর জোনের সহকারী কমিশনার মোস্তফা কামাল চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। সোমবার দুপুরে শুনানি হয়। শুনানি শেষে ভাঙচুরের একটি মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।
গত ৩০ এপ্রিল তাকে জামিন দেন হাইকোর্ট। কিন্তু জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে তার মুক্তি আটকে যায়।
