আবাসিক হোটেলে অভিযানের নামে তল্লাশি
চট্টগ্রামের সেই ভুয়া সাংবাদিক গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযানের নামে তল্লাশি চালানো সেই ভুয়া সাংবাদিক হান্নান রহিম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। মঙ্গলবার সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর পর কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হান্নান রহিম তালুকদারের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তার বাবার নাম মফজল আহমদ। বর্তমানে তিনি চান্দগাঁও থানার খরমপাড়া ডিপুটি আবাসিক রোড এলাকায় থাকেন। তিনি নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’ নামে একটি অনলাইন পত্রিকার সম্পাদক ও ‘সিএস টিভি ২৪’ নামে একটি আইপি চ্যানেলের চেয়ারম্যান এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য পরিচয় দিয়ে থাকেন।
সূত্র জানায়, ৫ জুন রাত ১১টার দিকে হান্নান রহিম সাংবাদিক পরিচয়ে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাটে আবাসিক হোটেল ‘পপুলার গেস্ট হাউজে’ প্রবেশ করেন। প্রথমে অভ্যর্থনা কক্ষে প্রবেশ করে হোটেলের কক্ষগুলোয় অবস্থানকারীদের নাম-পরিচয় জানতে চান। এরপর বিভিন্ন কক্ষে গিয়ে অতিথিদের বের করে, যাদের মধ্যে নারীও ছিল, তাদের পরিচয় এবং কেন হোটেলে এসেছেন তার তথ্য জানতে চান। বিয়ের কাবিননামা দেখতে চেয়ে রীতিমতো অতিথিদের জেরা করে হেনস্তা করেন। শনিবার হান্নান রহিম সেদিনের ‘অভিযানের’ সেই ভিডিও ফেসবুকে নিজের আইডিতে শেয়ার করেন। এতে দেখা যায়, হাতে লোগো সংবলিত একটি মাইক্রোফোন নিয়ে তিনি ওই হোটেলে প্রবেশ করেন। সঙ্গে ভিডিও ক্যামেরাও ছিল।
১৫ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করে লিখেন, ‘বহদ্দারহাট পপুলার গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের সরেজমিন প্রতিবেদনে সিএসটিভি২৪ টিম। বিস্তারিত আসছে দৈনিক চট্টগ্রাম সংবাদ ও জনপ্রিয় আইপি টিভি সিএসটিভি২৪ চ্যানেলে।’ এভাবে প্রত্যেক হোটেলে অভিযান চালানো হবে বলে তিনি পোস্টে উল্লেখ করেন। এরপরই আবাসিক হোটেলে ঢুকে অতিথিদের হেনস্তার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। হান্নান রহিম নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বলেও দাবি করা ছাড়াও ফেসবুকে হান্নান রহিম কয়েকজন বিএনপি নেতার সঙ্গে নিজের ছবি এবং তাদের পক্ষে ঈদ শুভেচ্ছার পোস্টার পোস্ট করেছেন। নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী বলেও উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় ২০০৬ সালের ৯ জানুয়ারি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা হয়েছিল। ২০১৭ সালের ২০ এপ্রিল নগরীর চান্দগাঁও থানায় তার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলা হয়েছে। এছাড়া ২০২১ সালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে একটি নালিশি মামলা হয়েছিল।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘হান্নান রহিমের বিরুদ্ধে চাঁদা দাবি এবং অন্যথায় হোটেল বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগে ওই হোটেলের কর্মকর্তা জাকির হোসেন মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
