নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন। ২০ জুন শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
আসাদ আলম সিয়ামকে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রদূত করে পাঠিয়েছিল সরকার। এর আগে তিনি ফিলিপিন্স ও অস্ট্রিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন। বিদেশে থাকা মিশনগুলোর দেখভালের ‘ইন্সপেক্টর জেনারেল অব মিশনস’ পদেও তিনি দায়িত্ব পালন করেছেন। আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকল ও ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদেও ছিলেন। সদরদপ্তরে ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের দপ্তরে পরিচালকের দায়িত্বও তিনি সামলেছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এক মাসের মাথায় পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন জসীম উদ্দিন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের এই কর্মকর্তা পররাষ্ট্রসচিব হিসাবে যোগ দেন ৮ সেপ্টেম্বর। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসোরত্তর ছুটিতে যাওয়ার কথা। এরই মধ্যে মে মাসে মাত্র আট মাসের মাথায় জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর ২২ মে থেকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকী।
