সালমান আনিসুল মামুন নতুন মামলায় গ্রেফতার
নিজাম হাজারীসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুর ও ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাছা থানায় করা তিনটি হত্যা মামলার সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে রোববার গাজীপুর আদালতে হাজির করা হয়।
সকাল ১০টায় মেট্রোপলিটন আদালত-৩ আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাদের নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা হয়। ওই থানায় করা অপর একটি মামলায় গ্রেফতার দেখাতে কামরুল ইসলাম, সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগার থেকে পুলিশ প্রিজনভ্যান যোগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, তাদের সকাল দশটায় বিচারকের কাছে হাজির করা হলে মহানগরীর গাছা থানায় করা নতুন একটি মামলায় গ্রেফতার দেখিয়ে (শ্যোন এরেস্ট) কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শুনানি শেষে আসামিদের ফের পুলিশের নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।
নিজাম হাজারীসহ ১৫১ জনের বিরুদ্ধে হত্যা মামলা : ফেনীতে সাবেক দুই সংসদ সদস্যসহ ১৫১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। দুই সংসদ সদস্য হলেন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন হাজারী। শনিবার রাতে গুলিবিদ্ধ জামসেদুল আলম ফেনী মডেল থানায় মামলাটি করেন।
থানার ওসি ইকবাল হোসেন জানান, মামলায় ১৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
মামলার অন্য আসামিরা হলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মজুমদার, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র ওমর ফারুক, জেলা যুবলীগের সহসভাপতি জানে আলম ভূঁইয়া, রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমুখ।
