Logo
Logo
×

খবর

ঠাকুরগাঁওয়ে বাসচাপায় বাবা-মেয়ে নিহত

কুমিল্লায় ট্রাকচাপায় স্বামী নিহত হাসপাতালে স্ত্রী * তিন স্থানে সড়কে ঝরল আরও ৪ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বাস ও থ্রি-হুইলার সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার ভুল্লী থানা এলাকার খোশবাজার এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকচাপায় স্বামী নিহত ও আহত হয়ে স্ত্রী হাসপাতালে রয়েছেন। এছাড়া দুর্ঘটনায় তিন জেলায় প্রাণ হারিয়েছেন আরও চারজন। তাদের মধ্যে ফরিদপুরে দুই মোটরসাইকেল আরোহী, নাটোরে বৃদ্ধ এবং কিশোরগঞ্জে ব্যবসায়ী রয়েছেন। এদিকে চট্টগ্রাম ও খাগড়াছড়িতে দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঠাকুরগাঁও : নিহতরা হলেন-ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার আশরাফুল ইসলাম ও তার মেয়ে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন। ঢাকা থেকে পঞ্চগড়গামী বাসটি ওই স্থানে পৌঁছালে তিন চাকার গাড়িটিকে (স্থানীয়ভাবে পাগলু নামে পরিচিত) ধাক্কা দেয়। গাড়িটি চালাচ্ছিলেন আশরাফুল নিজেই। আর যাত্রী হিসাবে ছিল তার মেয়ে রুবাইয়া। এ সময় ঘটনাস্থলেই বাবা আশরাফুল নিহত হন আর মেয়ে রুবাইয়াকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। স্বজনরা জানান, আশরাফুল তার মেয়েকে বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিল।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : বুড়িচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক সাখাওয়াত হোসেন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তার স্ত্রী ফাহমিদা আক্তার লাকী। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে দুর্ঘটনাটি ঘটে। সাখাওয়াত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনেশ্বর গ্রামের নুরুল হকের ছেলে। তিনি মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : পাকুন্দিয়া উপজেলা মোটরসাইকেল-টমটম সংঘর্ষে ব্যবসায়ী রিজভী আহমেদের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পুলেরঘাট-হোসেন্দি সড়কের নারান্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিজভী উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের উত্তর আউলিয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

লালপুর (নাটোর) : লালপুরে ট্রাকচাপায় বৃদ্ধ মোন্তাজ আলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাইকপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোন্তাজ উপজেলার উধনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রাস্তার পাশে নিজ বাড়ির সামনে বসে ছিলেন। বাঘাগামী ট্রাক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে।

ফরিদপুর : ফরিদপুরে লরিচাপায় মোটরসাইকেল আরোহী শ্রীবাস মজুমদার ও রাশেদ মোল্লা নিহত হয়েছেন। সোমবার রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুর মুন্সীবাজার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। শ্রীবাস জেলা সদরের কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে ও রাশেদ মোল্যা একই এলাকার জালাল মোল্লার ছেলে।

রামগড় (খাগড়াছড়ি) : রামগড়ে বাস খাদে পড়ে ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা থেকে বাসটি খাগড়াছড়ি যাওয়ার পথে জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কর্ণফুলী (চট্টগ্রাম) : কর্ণফুলী টানেলে ইলেকট্রনিক টুলবক্সে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে পতেঙ্গা প্রান্ত হয়ে টানেল দিয়ে আনোয়ারায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম