বন্দর বিদেশিদের কাছে ইজারা
প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা ও রাখাইনের জন্য মানবিক করিডর দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে কাল থেকে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার নগরীর চেরাগী পাহাড়ে ‘বৈঠকখানা মিলনায়তনে’ এ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বামপন্থি রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম ‘সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ’ ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রোডমার্চের সমাপনী দিনে আগামী শনিবার চট্টগ্রামের সর্বস্তরের জনতাকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুচ্ছাফা ভূঁইয়া বলেন, ‘সক্ষমতার বেশি কনটেইনার হ্যান্ডলিং করে প্রমাণ করেছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল একটি আধুনিক টার্মিনাল। কিন্তু ২০২৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেটিকে আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে লিজ চুক্তির আলোচনা শুরু করে। তবে আওয়ামী লীগ সরকার যা বাস্তবায়ন করতে পারেনি, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বিদেশি বিনোয়োগের কথা বলে আওয়ামী লীগের মতো দেশবিরোধী চুক্তি বাস্তবায়ন করার নতুন প্রক্রিয়া শুরু করেছেন।’
তিনি আরও বলেন, রাখাইনের জন্য কথিত মানবিক করিডর বা ত্রাণ চ্যানেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ চলছে। এ ধরনের করিডর দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশকে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধে ঠেলে দেওয়ার মতো ভূরাজনৈতিক চক্রান্ত।
আগামী শুক্রবার ঢাকা থেকে রোডমার্চ কর্মসূচি শুরু হবে। পথে পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে সমাবেশের পর রোডমার্চের বহর শনিবার দুপুরে চট্টগ্রামে প্রবেশ করবে। এদিন বেলা ৩টায় নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে পদযাত্রা করে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে গিয়ে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচি শেষ হবে।
সংবাদ সম্মেলনে বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক শফি উদ্দীন কবির আবিদ, বাসদের জেলা ইনচার্জ আল কাদেরি জয়, গণমুক্তি ইউনিয়নের নেতা রাজা মিয়া ও সাম্যবাদী আন্দোলনের নেতা শাহিন মঞ্জুর প্রমুখ উপস্থিত ছিলেন।
