Logo
Logo
×

খবর

আওয়ামী সন্ত্রাসী দুর্নীতিবাজ যেন দলে ভিড়তে না পারে: আব্দুল আউয়াল মিন্টু

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আমাদের নতুন সদস্য বাড়াতে হবে। কারণ ২০ বছরে ভোট দেওয়ার বয়স হলেও অনেকে ভোট দিতে পারেননি। নতুন সদস্য না করলে এরা অন্য দলে ভিড়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগী আসামি, যাতে বিএনপিতে ঢুকে পড়তে না পারে। শনিবার বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিন্টু আরও বলেন, বিএনপির আদর্শ ও তারেক রহমানের দেওয়া ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রতি যারা আস্থাশীল তাদের সদস্য করতে হবে। সদস্য সংখ্যা বৃদ্ধি না করলে বিএনপি আর বৃহত্তর দল থাকবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম