Logo
Logo
×

খবর

আর্জেন্টিনা থেকে ক্ষুরারোগের টিকা আনা হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গবাদি পশুর ক্ষুরারোগের টিকা আর্জেন্টিনা থেকে আমদানি করা হয়েছে। শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর আয়োজিত নির্বাচিত ৪টি জেলায় গবাদি পশুর ক্ষুরারোগের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম সচিব ও মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

উল্লেখ্য, নির্বাচিত ৪টি জেলা হলো পাবনা, ভোলা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ। এসময় বিভিন্ন ডেইরি ফার্মের মালিকরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম