Logo
Logo
×

খবর

৪৯ কোটি টাকা আত্মসাৎ

পিকে হালদারসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাল-জালিয়াতির মাধ্যমে ৪৯ দশমিক ৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুপুরে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দুটি করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক সুবেল আহমেদ।

মামলায় আসামি করা হয়েছে সাদ-মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিন, মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেডের চেয়ারম্যান শামীমা নারগিস চৌধুরী, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, সাবেক পরিচালক, বেলাল আহমেদ, গোলাম মোহাম্মদ, ডক্টর মোহাম্মদ ফারুক, ওসমান গণি, আরিফ আহমেদ, মায়মুনা খানম, সরোয়ার জাহান মালেক, মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল, বোরহানুল হাসান চৌধুরী, সাজেদা নূর বেগম, শাহানা ফেরদৌস, সাবেক স্বতন্ত্র পরিচালক এসএএম সলিমউল্লাহ, সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ কুতুবউদ্দৌলা, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের ক্রেডিট ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার, সাবেক এসভিপি অ্যান্ড হেড অব ক্রেডিট মোহাম্মদ মাহমুদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মশিউর রহমান জাহেদ, এসএভিপি অ্যান্ড ম্যানেজার মো. শামসুল আলম, এসপিও অ্যান্ড ম্যানেজার অপারেশন মুন্নশ্রী চক্রবর্তী, প্রিন্সিপাল অফিসার মো. হাসান আলী, জুনিয়র অফিসার রিফাত ইফতেখারুল আলম, মিজানুর রহমান ও নিগার সুলতানা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম