তিতাসে নির্মাণাধীন ভবনে শ্রমিকের লাশ
ইসলামপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের ইসলামপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া কুমিল্লার তিতাসে নির্মাণাধীন ভবন থেকে মো. মোস্তফা নামে এক রাজমিস্ত্রির হাত-পা ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর :
জামালপুর ও ইসলামপুর : জামালপুরের ইসলামপুরে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আবদুর রহিমকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনার দুর্গম চর জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহিম ওই এলাকার মৃত তয়বুর খন্দকারের ছেলে ও ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) ছিলেন।
কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান জানান, রাত দেড়টায় আমার কাছে ফোন আসে, রহিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি থানায় যোগাযোগ করি এবং পুলিশ যমুনা নদী পাড়ি দিয়ে ভোর ৪টায় ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয়রা আরও জানান, প্রায় ২০-২৫ দুর্বৃত্ত রহিম মেম্বারকে ঘরের বাইরে আসতে বলে। রহিম ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। পরিবারের সবার বাধা উপেক্ষা করে রহিম মেম্বারকে হত্যা করে বাড়ির উঠানেই ফেলে যায়। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া চলমান।
তিতাস (কুমিল্লা) : কুমিল্লার তিতাসে নির্মাণাধীন ভবন থেকে রাজমিস্ত্রির হাত-পা ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো লাশ উদ্ধার করেছে তিতাস পুলিশ। তার নাম মো. মোস্তফা। তিনি রংপুর জেলার মাহিগঞ্জ থানার ছোট কল্যাণী গ্রামের মৃত বাহারাম আলীর ছেলে। রোববার সকালে উপজেলার সাতানী ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের দ্বীন ইসলামের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার কক্ষে লাশটি পাওয়া যায়। মোস্তফা ওই ভবনে ঠিকাদারের দায়িত্বে ছিলেন। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তবে তিনি ভবনে থেকেই আশপাশে রাজমিস্ত্রির কাজ করতেন। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মোস্তফার দুই সহযোগী পলাতক রয়েছে।
