Logo
Logo
×

খবর

বাসের অপেক্ষায় থাকা তিন জনের ওপর উঠে গেল ট্রাক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল আরও ১৪ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডে শনিবার রাতে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তিন ব্যক্তি। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে অপরজনের মৃত্যু হয়েছে। এছাড়া শনি ও রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও ১৪ জন সড়কে প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে রাজধানীতে আটজন, হবিগঞ্জে দিনমজুর, কুমিল্লায় শিক্ষার্থী, বগুড়ায় গৃহবধূসহ তিনজন, যশোরে ব্যবসায়ী, মুন্সীগঞ্জে বৃদ্ধ এবং কুড়িগ্রামে কিশোর ও কক্সবাজারে যুবক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা ও হাজারীবাগ : রাজধানীর উত্তরা আজমপুর ও বিজয় সরণি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ পথচারী নিহত হয়েছেন। শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। এদিন রাতে উত্তরার পূর্ব থানা এলাকার আজমপুর বাসস্ট্যান্ডে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান তৃতীয়জন। নিহতরা হলেন জাবেদ আলম খান, নাইমুল হক ও ফাহিম উদ্দিন। এদের মধ্যে ফাহিম উদ্দিন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। নাঈমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে। একই দিন মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি ও জাহাঙ্গীর গেটের মাঝ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত দুজনের মাথায় হেলমেট ছিল না। নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া তেজগাঁও এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাতনামা মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ২২। রোববার ভোরে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এদিকে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে যুবক রনির মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। রনি কেরানীগঞ্জ মডেল থানার হাফেজভোগ গ্রামের বাসিন্দা এবং মৃত জাকির হোসেনের ছেলে।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় গাড়িচাপায় পথচারী দিনমজুর শামীম মিয়া নিহত হয়েছেন। শনিবার রাতে আউশকান্দি মুনিম ফিলিংস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি হবিগঞ্জের চুনারুঘাট থানার উবাহাটা গ্রামের বাসিন্দা।

দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দিতে অটো-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী জিসান মোল্লার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে দাউদকান্দি উপজেলা জিংলাতলী ইউনিয়নের ইটাখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জিসান উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরকখোলা গ্রামের বাসিন্দা।

বগুড়া : কাহালু ও সোনাতলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক আলতাফ হোসেন এবং গৃহবধূ মঞ্জিলা বেগম মারা গেছেন। রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে। আলতাফ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হেইননগর গ্রামের নুসুম উদ্দিন বেপারীর ছেলে। আর বগুড়ার সোনাতলার উত্তর বয়রা চরপাড়া গ্রামের সাত্তার আলীর স্ত্রী মঞ্জিলা। এদিকে নন্দীগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী পশু চিকিৎসক আকরাম হোসেন নিহত হয়েছেন। আকরাম নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিশিন্দারা গ্রামের মাজেদ আলীর ছেলে। শুক্রবার দুপুরে উপজেলার দেওয়াম এলাকায় ওমরপুর-তালোড়া আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে।

কেশবপুর (যশোর) : কেশবপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক জিল্লুর রহমান সুমন নিহত হয়েছেন। তিনি উপজেলার হাসানপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক খানের ছেলে। তিনি কেশবপুর-যশোর সড়কের কালীতলায় দুর্ঘটনার কবলে পড়েন।

গজারিয়া (মুন্সীগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ জয়নাল নিহত হয়েছেন। রোববার মহাসড়কের কুমিল্লামুখী লেনের বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। জয়নাল মিস্ত্রি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মৃত কালু মিস্ত্রির ছেলে।

চিলমারী (কুড়িগ্রাম) : চিলমারীতে রোববার মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নাজিম মিয়ার মৃত্যু হয়েছে। সে উপজেলার ছোটকুষ্টারী এলাকার ফারুক মিয়ার ছেলে। তিন বন্ধু ঘুরতে বের হলে উপজেলার মাচাবান্ধা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

টেকনাফ (কক্সবাজার) : টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ত্রিমুখী সংঘর্ষে যুবক পারভেজ মোশাররফের মৃত্যু হয়েছে। তিনি পেকুয়া উপজেলার মগনামার সাইট পাড়া গ্রামের করিয়ারদিয়া এলাকার বাসীন্দা আবুল ফয়েজের ছেলে। রোববার দুপুরে বাহার ছড়া ৭নং ওয়ার্ডে দুর্ঘটনাটি ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম