Logo
Logo
×

খবর

চট্টগ্রামে সাবেক ভ্যাট কর্মকর্তার ৫ তলা বাড়ি ক্রোকের নির্দেশ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে সাবেক ভ্যাট কর্মকর্তা নাসির উদ্দিন ও তার স্ত্রী তাসমিন জাহান চৌধুরীর মালিকানাধীন পাঁচতলা বাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। পাশাপাশি চট্টগ্রাম আদালতের নাজিরকে ওই বাড়ির রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। নাসির উদ্দিন বর্তমানে নগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকার ৩নং রোড এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে।

আদালত সূত্র জানায়, নাসির উদ্দিন সাবেক আবগারী ও ভ্যাটের সহকারী কমিশনার। তিনি সর্বশেষ মৌলভীবাজারের সাবেক সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা আবগারী ও ভ্যাট বিভাগের দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৮ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ৭১৭ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি মামলাটি করা হয়। সাবেক এই ভ্যাট কর্মকর্তা ও তার স্ত্রীর কাতালগঞ্জ আবাসিক এলাকায় ৫তলা বাড়ি রয়েছে। বাড়িটি তিনি বিক্রি করার চেষ্টা করছিলেন।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক সুবেল আহমেদ বলেন, সাবেক ভ্যাট কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা তদন্তাধীন রয়েছে। তদন্তে তাদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করা পাঁচতলা বাড়ি ক্রোক করতে আদালতে আবেদন করা হয়। আবেদন গ্রহণ করে আদালত বাড়িটি ক্রোক করে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম