ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
একদিনে হাসপাতালে সর্বোচ্চ ভর্তি ৪১৬
ভর্তি ১১ হাজার ছাড়াল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দিন যত যাচ্ছে দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব ততই বাড়ছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ৪১৬ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ রোগী ভর্তির রেকর্ড এটি। এ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৯৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন একজন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৪ জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৫, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন। এখন পর্যন্ত মোট ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৯৮ জন। যার মধ্যে ছয় হাজার ৫৬১ জন পুরুষ ও চার হাজার ৫৩৭ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি জুলাইয়ের প্রথম দুদিনে এখন পর্যন্ত ৮০২ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন দুজন। বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৩৪৬, বাকি ৯৬৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
