Logo
Logo
×

খবর

মার্কেন্টাইল ব্যাংকের নেতৃত্বে নেত্রকোনায় স্কুল ব্যাংকিং কনফারেন্স

Icon

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নেত্রকোনা জেলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন সম্মেলনের লিড আয়োজক ছিল মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। জেলার পাবলিক হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২৪টি তফশিলি ব্যাংক এবং ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

মার্কেন্টাইল ব্যাংকের এসইভিপি ও চিফ অপারেটিং অফিসার মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখার পরিচালক মো. এনামুল করিম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হক এবং সোনালী ব্যাংক পিএলসি’র নেত্রকোনা করপোরেট শাখার এজিএম দীপক চন্দ্র। সংবাদ বিজ্ঞপ্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম