Logo
Logo
×

খবর

নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়: শারমীন মুরশিদ

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সে জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতি স্বরূপ সনদ প্রদানের বিষয়ে সরকার কাজ করছে।

শুক্রবার বিকালে টঙ্গীর এরশাদনগরে জুলাই যুদ্ধে শহীদ নাফিসা হোসেন মারওয়া এবং সানজিদ হোসেন মৃধার কবরস্থান জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

শারমীন মুরশিদ বলেন, জুলাই যুদ্ধে শহীদদের সংখ্যা সহজে নিরূপণ করা সম্ভব হলেও জুলাই যোদ্ধাদের সংখ্যা নিরূপণ করা কঠিন। এই বিপুল সংখ্যক যোদ্ধার সনদ নিয়ে যদি এগুতে হয় তাহলে অনেক ভুল মানুষ এতে ঢুকে যেতে পারে। আমিও চাই জুলাই সনদটা যেন দ্রুত তাদের দিতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীমা ফেরদৌস, একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, পিআরও রফিকুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম, শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাবা আবুল হোসেন, শহীদ সানজিদের বাবা কবির হোসেন মৃধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আকাশ ঘোষ, নাঈম প্রমুখ।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট সাভার ও উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিসা হোসেন মারওয়া ও একই দিন উত্তরা বিএনএস সেন্টারের সামনে পুলিশের গুলিতে শহীদ হন সানজিদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম