Logo
Logo
×

খবর

সফিপুরে যমুনা স্পিনিং ডিভিশনের উদ্যোগ

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন তেলাওয়াত

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কুরআন তেলাওয়াত শুরু হয়েছে। শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যমুনা স্পিনিং ডিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কুরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া হয়। কুরআন তেলাওয়াতের উদ্বোধন করেন যমুনা স্পিনিং ডিভিশনের মহা-ব্যবস্থাপক মো. এজাজ আহমেদ ফরিদী। অনুষ্ঠান পরিচালনা করেন যমুনা স্পিনিং ডিভিশনের মহা-ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ লিয়াকত হোসেন।

প্রথমেই উপস্থিত সবাই নুরুল ইসলামের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা স্পিনিং ডিভিশনের মহা-ব্যবস্থাপক (ইউটিলিটি) এ কে এম কামাল, পেগাসাস লেদারস লিমিটেডের মহা-ব্যবস্থাপক (উৎপাদন) মো. ফরিদ উদ্দিন, যমুনা স্পিনিং ডিভিশনের মহা-ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মো. নুরুজ্জামান, মহা-ব্যবস্থাপক (কারিগরি) মো. খালিদ হাসান আনসারী, মহা-ব্যবস্থাপক (নিরীক্ষা) এস এম সিরাজুল ইসলাম, মহা-ব্যবস্থাপক (বিদ্যুৎ) আনোয়ার হোসেন, ক্রাউন বেভারেজ লিমিটেডের মহা-ব্যবস্থাপক মো. শাহাদত হোসেন প্রমুখ। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন যমুনা স্পিনিং ডিভিশন জামে মসজিদের খতিব মো. আনিসুর রহমান। যমুনা স্পিনিং ডিভিশনের মহা-ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) লিয়াকত হোসেন বলেন, সাত দিনব্যাপী কুরআন তেলাওয়াতের আজকে (শনিবার) প্রথম দিন। সাত দিন কুরআন তেলাওয়াত হবে। খতম শেষে ১৩ তারিখ পরবর্তী কর্মসূচি পালন করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম