এক দফা দাবিতে মহাসড়ক অবরোধ
লাঠিচার্জে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০ শিক্ষার্থী আহত
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের এক দফা দাবিতে মহাসড়ক অবরোধ (ব্লকেড) করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। চার ঘণ্টার ব্লকেড কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ২টার দিকে বরিশাল সদর উপজেলার দুর্গাপুরে ক্যাম্পাসের সামনের বরিশাল-ভোলা মহাসড়কে এ ঘটনা ঘটে।
পরে তারা কলেজ ক্যাম্পাসের গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। জানা গেছে, দেড় মাস ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সেনাবাহিনীর সদস্যরা ও বন্দর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে শিক্ষার্থীরা সড়ক না ছাড়ার হুঁশিয়ারি দেন। একপর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এসময় তারা সড়ক ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
কলেজছাত্র ধ্রুব বিশ্বাস বলেন, আহতদের বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ লিটন রাব্বানী বলেন, শিক্ষার্থীরা যে এক দফা দাবি তুলেছে, সেই বিষয়ে মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গায় চিঠি পাঠানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
বরিশাল সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আজহারুল ইসলাম বলেন, আমরা জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি। তারা আহ্বানে সাড়া দেয়নি। তাই কলেজ অধ্যক্ষসহ ঊর্ধ্বতনদের সঙ্গে তাদের আলোচনার প্রক্রিয়া চলছে।
