Logo
Logo
×

খবর

চাঁদপুরে মসজিদে প্রবেশ করে খতিবকে কুপিয়ে জখম

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাঁদপুর শহরের প্রফেসরপাড়ায় মসজিদের খতিব, আলেমে দ্বীন আ ন ম নুরুর রহমান মাদানিকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এক মুসল্লি। শুক্রবার জুমার নামাজ শেষে হামলার ঘটনা ঘটে।

গুরুতর জখম খতিব আ ন ম নুরুর রহমান মাদানিকে চাঁদপুর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী বিল্লালকে গণধোলাই দিয়ে মসজিদে আটকে রাখেন মুসল্লিরা। পরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ হামলাকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

মুসল্লিরা জানান, জুমার নামাজ শেষে তারা ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করেই হামলাকারী বিল্লাল খতিব আ ন ম নুরুর রহমান মাদানিকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় মুসল্লিরা ইমাম সাহেবকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময়ে হামলাকারীকে মুসল্লিরা উত্তম-মধ্যম দিয়ে মসজিদের বারান্দায় আটকে রাখেন। হামলাকারী বিল্লাল সাংবাদিকদের জানান, আমার নবীজিকে অবহেলা করে কথা বলেছেন ইমাম সাহেব। এর জন্য তার ওপর হামলা করেছি। তবে আইন নিজের হাতে নেওয়া ঠিক হয়নি।

বিক্ষুব্ধ মুসল্লিরা জানান, হামলাকারী বিল্লাল জঙ্গি টাইপের লোক, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহিদের সদস্য। সে ইমাম সাহেবকে হামলা করার পূর্বপ্রস্তুতি নিয়েই মসজিদে চাপাতি নিয়ে এসেছেন। তার আঘাতে ইমাম সাহেবের এক কান কেটে গেছে। এছাড়া গলায় জখম হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, জুমার খুতবায় ইমামের বক্তব্য মনের মতো না হওয়ায় ইমামকে কুপিয়ে রক্তাক্ত করার কথা স্বীকার করেছে বিল্লাল। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। আর এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম