Logo
Logo
×

খবর

এলসির ৩০,৬৮০ ডলার ছাড়

এনসিসি ব্যাংকের এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

পিবিআইকে তদন্তের নির্দেশ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আদালতে মামলা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও ৩০ হাজার ৬৮০ ডলারের এলসি পেমেন্ট বা ছাড় করে দেওয়ার অভিযোগে চট্টগ্রামে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ৯ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোহাম্মদ আবু বক্করের আদালতে মামলাটি করেন খাতুনগঞ্জ আমিন মার্কেটের অমদানিকারক প্রতিষ্ঠান মা আমেনা ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ হাবিবুর রহমান। শনিবার প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

মামলায় আসামি ব্যাংক কর্মকর্তারা হলেন-এনসিসি ব্যাংকের জুবিলি রোড শাখার ব্যবস্থাপক ও এসএভিপি মো. আশরাফুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অনিমেষ সেনগুপ্ত, আগ্রাবাদ শাখার এসএভিপি জাহাঙ্গীর আলম, ডিএমডি মাহবুব আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফীন। এজাহারে অভিযোগ, তারা উরুগুয়ের সাপ্লাইয়ার ‘ইন্ডাস্ট্রিয়াস পেসকিউরাস ভালিমার এসএ’ থেকে ৫৬ টন শেড ফিশ আমদানি করেন। কিন্তু এই চালানে বেশ কিছু পচা মাছ গছিয়ে দেওয়া হয়। তার প্রমাণ মিলেছে ইন্সপেকশন কোম্পানির পরিদর্শনে। আপত্তি এবং ১৪ হাজার ডলার ক্ষতিপূরণ দাবির পর ওই প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিতেও রাজি হয়। বাংলাদেশ ব্যাংকও নির্দেশনা দেয় ক্ষতিগ্রস্ত আমদানিকারকের সঙ্গে কথা বলেই যাতে এলসির টাকা ছাড়ের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। উচ্চ আদালতে এ নিয়ে একটি রিটিও করেন আমদানিকারক। এত কিছুর পরও বিষয়টি ফয়সালা হওয়ার আগেই উরুগুয়ের ওই কোম্পানির অনুকূলে এলসির ৩০ হাজার ৬৮০ ইউএস ডলার (৩৭ লাখ টাকা) ছাড় করে দেয় এনসিসি ব্যাংক। এই ব্যাংকের কর্মকর্তারা রপ্তানিকারকের সঙ্গে যোগসাজশ করে নিজেরা লাভবান হওয়ার হীন উদ্দেশে বিপুল অঙ্কের এই টাকা ছাড় করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম