Logo
Logo
×

খবর

মির্জা ফখরুলের ছোট ভাইয়ের ওপর হামলা

গণনাকক্ষে নেতাদের ৪ ঘণ্টা অবরুদ্ধ রাখা হয়

ভোটের ফলাফল স্থগিত

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে ভোটগণনা নিয়ে সৃষ্টি হয় চরম উত্তেজনা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ দলটির বেশকিছু নেতার ওপর হামলা, লাঞ্ছনা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। জেলা বিএনপির নেতারা গণনাকক্ষে অবরুদ্ধ থাকেন প্রায় ৪ ঘণ্টা। এ পরিস্থিতিতে দলীয়ভাবে ভোটের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার ঠাকুরগাঁওয়ে মির্জা ফয়সল আমিনের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী।

তিনি বলেন, শনিবার উপজেলা বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশন শান্তিপূর্ণভাবে শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণও সম্পন্ন হয়। মোট ৪৯০ ভোটারের মধ্যে ৪৮৮ জন ভোট দেন। গণনায় দেখা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ আলম (ছাতা) ও আবু হায়াত নূরন্নবী (চেয়ার) উভয়ে ২৪২টি করে ভোট পান। ফলাফল ঘোষণার আগ মুহূর্তে প্রার্থীদের সমর্থকরা গণনাকক্ষে হঠাৎ উত্তেজনা ছড়ান।

পয়গাম আলী অভিযোগ করেন, ফল ঘোষণা না করেই দুই প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচন পরিচালনাকারী নেতাদের গালাগাল, হুমকি-ধমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও নেতাদের প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

পয়গাম আলী বলেন, মির্জা ফয়সল আমিন গিয়ে নেতাদের উদ্ধার করেন। এরপর নিচে নামার সময় অ্যাডভোকেট সৈয়দ আলম ও ড. টিএম মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল কর্মী তার ওপর হামলা চালায় ও গাড়ি ভাঙচুর করে। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি আল মামুন আলম, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, দপ্তর সম্পাদক মামুন উর রশিদ, ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ আলম লাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল আলম মুন্নাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম