Logo
Logo
×

খবর

১০৮ কোটি টাকার অবৈধ লেনদেন

সাবেক এমপি ফজলে করিমের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১২টি ব্যাংক হিসাবে ১০৮ কোটি ৬৪ লাখ টাকার অবৈধ লেনদেন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার দুপুরে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ বাদী হয়ে মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক নিজাম উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক সুবেল আহমেদ।

ফজলে করিমের সম্পদ-বিবরণী বিশ্লেষণ করে দেখা যায়, স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া যায় ২৪ কোটি ৮ লাখ ৩০ হাজার ২৩২ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ৯৫ লাখ ২২ হাজার ৬০৭ আর অস্থাবর সম্পদের পরিমাণ ১২ কোটি ১৩ লাখ ৭ হাজার ৬২৫ টাকা। রেকর্ডপত্রের আলোকে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের তুলনায় ৫ কোটি ৯৪ লাখ ৯২ হাজার ৭৭২ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়।

এছাড়া দুদকের অনুসন্ধানে এ বি এম ফজলে করিম চৌধুরীর রিরুদ্ধে ১২টি ব্যাংক হিসাবে ১০৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ৭৯০ টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৫৪ কোটি ৩৯ লাখ ১৩ হাজার ৭২ টাকা জমা ও ৫৪ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৭১৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুদকের মামলায় বলা হয়েছে, ‘দুর্নীতি ও ঘুসের’ মাধ্যমে অর্জিত সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ১২টি ব্যাংক হিসাবে এ অস্বাভাবিক লেনদেন হয়েছে। এর মাধ্যমে এবিএম ফজলে করিম চৌধুরী মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম