Logo
Logo
×

খবর

ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় ৩ শিক্ষার্থী নিহত

নারী ও যুবকসহ ১০ স্থানে ঝরল আরও ১২ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বড় রাংটিয়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার বিকালে উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের বড় রাংটিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় দশ স্থানে ঝরেছে আরও ১২ প্রাণ। তাদের মধ্যে রাজধানী ঢাকা ও সিলেটে দুই মোটরসাইকেল আরোহী, শেরপুরে পথচারী, মাগুরায় ভ্যানচালকসহ দুজন, কুড়িগ্রামে অটোচালকসহ দুজন, নরসিংদীতে ব্যবসায়ী, কক্সবাজার ও চট্টগ্রামে দুই বৃদ্ধ, বরগুনায় সেলসম্যান এবং বরিশালে মোটরসাইকেলচালক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

শেরপুর ও উত্তর : নিহতরা হলো-ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান, একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া এবং সাহেব আলীর ছেলে ফয়জুল আলিম। তিন শিক্ষার্থী রাংটিয়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় পেছন দিক থেকে বেপরোয়া মাইক্রোবাস এসে তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে শ্রীবরদীতে মোটরসাইকেল চাপায় পথচারী আব্দুল জুব্বারের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে শ্রীবরদী পৌরসভার কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জুব্বার পৌর এলাকার চককাউরিয়া এলাকার প্রয়াত ইদু শেখের ছেলে।

ঢাকা : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আশরাফুল আলম নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আশরাফুলের বাড়ি গাজীপুরের জয়দেবপুর।

মাগুরা : বাস-ভ্যান সংঘর্ষে নিহতরা হলেন ভ্যানচালক মাগুরার সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে সাগর ও যাত্রী দোড়ামথনা গ্রামের চুন্নু মিয়ার স্ত্রী রেশমা খাতুন। রোববার মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেঞ্চুগঞ্জ (সিলেট) : ফেঞ্চুগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর সুফিয়ান আহমদ সাইফের মৃত্যু হয়েছে। সাইফ মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের সেলিম আহমদের ছেলে। শনিবার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের উত্তর কুশিয়ারা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় নিহতরা হলেন- অটোচালক বাহার উদ্দিন বানু ও যাত্রী আতিকা। রোববার দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বেলাব (নরসিংদী) : বেলাবতে ট্রাকচাপায় মুদি দোকানি আলকাছ মিয়া নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কে দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আলকাছ একই ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের মোল্লাবাড়ির বাসিন্দা।

টেকনাফ (কক্সবাজার) : টেকনাফে হাসপাতাল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় বৃদ্ধ জলিল আহমেদ প্রাণ হারিয়েছেন। তিনি সাবরাং ইউনিয়নের পেন্ডেল পাড়ার বাসিন্দা। রোববার টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী (বরগুনা) : পিকআপচাপায় মোটরসাইকেল চালক সান কোম্পানির সেলসম্যান হিমাদ্রী কুন্ডু নিহত হয়েছেন। রোববার দুপুরে চুনাখালী সেতুতে আমতলী-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হিমাদ্রী কুন্ডু পটুয়াখালী থেকে আমতলী যাচ্ছিলেন।

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) : লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ আব্দুল হাফেজের মৃত্যু হয়েছে। রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া বার আউলিয়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হাফেজ লোহাগাড়া উপজেলার গৌড়স্থান বকসু বরপাড়া গ্রামের মৃত ফৌজুল কবিরের ছেলে।

গৌরনদী (বরিশাল) : গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক শাকিল হোসেনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কটকস্থল গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শাকিল পটুয়াখালীর দশমিনার যোতা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম