Logo
Logo
×

খবর

ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আগামী ৫ আগস্ট গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। তবে দর্শনার্থীদের জন্য জাদুঘর উন্মুক্ত করা হবে আরও পরে। সোমবার দুপুরে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, জাদুঘরের বেশকিছু কাজ এখনো বাকি।

গত বছর ৫ সেপ্টেম্বর গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। জাদুঘর নির্মাণে একটি কমিটিও গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জাদুঘরে জুলাই অভ্যুত্থানের নানা স্মৃতি, কেন জুলাই হলো, বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের দুঃশাসনের ঘটনা থাকবে। জুলাই আন্দোলনের মূল যে দর্শন, তা স্থান পাবে জাদুঘরে। গণভবন একটা ‘ক্রাইম জোন’ (অপরাধের এলাকা)। এখান থেকেই হত্যা গুম-খুনের পরিকল্পনা করা হয়। ভবনটিকে এমনভাবে জাদুঘরে রূপান্তরিত করা হবে, যাতে শেখ হাসিনার ফ্যাসিবাদের বাস্তব চিত্র ফুটে ওঠে। গণভবনে জুলাই জাদুঘর তৈরি করলেও গণহত্যার প্রমাণ মুছবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অপরাধের মূল উপাদানগুলো জমা দেওয়া হয়েছে। জাদুঘরে গিয়ে জনগণ শেখ হাসিনার শাসনামলের অপরাধ ও নির্যাতনের ‘আজীবনের বিচার’ করবে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের গণভবনের চারপাশ ও জাদুঘর নির্মাণের অগ্রগতি ঘুরিয়ে দেখানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম