Logo
Logo
×

খবর

আধিপত্যের জের

রায়পুরায় সংঘর্ষ, গুলিতে নিহত ১ আহত ১০

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষ-গুলিতে মোমেনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। দুটি গ্রুপের মধ্যে আধিপত্যের জেরে সোমবার সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন মহরম আলীর ছেলে নাজিমুদ্দিন, সিয়াম, মাহিন, তাজুল ইসলাম ও রানা।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুরচর গ্রামের দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে সোমবার ভোরে বালুরচরের এরশাদ গ্রুপের লোকজন সায়দাবাদে এসে হানিফ মাস্টার গ্রুপের ওপর অতর্কিত হামলা চালায়। পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুপুর ৩টা পর্যন্ত থেমে থেমে চলে সংঘর্ষ। এ সময় ১৫-২০টি ককটেলের বিস্ফোরণ করা হয়। সংঘর্ষে হানিফ মাস্টার গ্রুপের মোমেনা খাতুন গুলিতে ঘটনাস্থলেই নিহত হন, আহত হন উভয়গ্রুপের অন্তত ১০ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মোমেনার স্বামী আখতার হোসেন যুগান্তরকে বলেন, সকাল ৮টার দিকে ২০-২৫ জনের একটি দল দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা করে। তারা আমার স্ত্রীকে গুলি করে হত্যা করে। বাড়িঘর ভাঙচুর লুটপাট করে।

এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট উভয় গ্রুপের সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছিলেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপস্) জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম