Logo
Logo
×

খবর

২০-৭৫ শতাংশ ছাড়ে ৫০ ব্র্যান্ডের পণ্য

যমুনা ফিউচার পার্কে পাঁচ দিনব্যাপী ‘আনন্দ মেলা’ শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আনন্দ মেলা। বৃহস্পতিবার থেকে ইস্ট কোর্টে শুরু হওয়া শপিংমলের এ আয়োজনে নামিদামি ৫০টি ব্র্যান্ড ২০-৭৫ শতাংশ কম দামে তাদের পণ্য বিক্রি করছে। এতে মেলাজুড়ে কেনাকাটায় উৎসবের আমেজ বিরাজ করছে।

বৃহস্পতিবার এই আনন্দ মেলার উদ্বোধন করেন যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. আলমগীর আলম। উদ্বোধনকালে তিনি বলেন, ক্রেতাদের কথা চিন্তা করে যমুনা ফিউচার পার্ক বিভিন্ন আয়োজন করে থাকে। তার ধারাবাহিকতায় এই আনন্দ মেলার আয়োজন। যেখানে ৫০টি ব্র্যান্ড তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছে। বিক্রি করছে ২০-৭৫ শতাংশ কম দামে। তিনি জানান, ক্রেতাদের জন্য ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে আরও নতুন চমক থাকবে। যাতে ক্রেতারা নিয়মিতভাবে ব্যতিক্রমী অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। মেলা কর্তৃপক্ষ জানায়, লাইভ শপিং, রাথাজ ফ্যাশন, হানজাল, এক্সক্লুসিভ ড্রেসেস ও আরএস লেদারের সহযোগিতায় মেলায় ৫০টি ব্র্যান্ড অংশ নিয়েছে। ফ্যাশন, কসমেটিকস, কিডস আইটেম, হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে লাইফস্টাইল প্রোডাক্ট সবই পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে। পাশাপাশি থাকছে লাইভ মিউজিক পারফর্মেন্স, ফুড কর্নার ও বিনোদনের ব্যবস্থা।

সন্ধ্যায় মেলায় অংশ নেওয়া শৈশব স্টলে কথা হয় রামপুরা থেকে আসা জেরিনের সঙ্গে। তিনি যুগান্তরকে বলেন, বাচ্চাদের জন্যই যমুনা ফিউচার পার্কে পোশাক কিনতে এসেছিলাম। এসে দেখি মেলা হচ্ছে। মেলায় এসে দেশি শৈশব স্টল দিয়েছে। দামও তুলনামূলক অনেক কম। মেলা উপলক্ষ্যে ছাড় দিয়ে পণ্য বিক্রি করছে। এজন্য পছন্দের পোশাক কিনে বাড়ি ফিরছি।

শৈশব স্টলের ম্যানেজার নূরুল হুদা চৌধুরী যুগান্তরকে বলেন, মেলা উপলক্ষ্যে ২০টি রেগুলার ডিজাইনের বাচ্চাদের পোশাক তোলা হয়েছে। পাশাপাশি ৪৮ শতাংশ ছাড়ে বিক্রি করছি। ক্রেতাদের ভালো সারা পাচ্ছি। আশা করছি বাকি দিনগুলো বেচাকেনা ভালো হবে।

আগামী ২৮ জুলাই পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা সাধারণ মেলা থেকে পণ্য কেনাকাটা করতে পারবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম