যমুনা ফিউচার পার্কে আজ শেষ হচ্ছে আনন্দমেলা
৫০টি ব্র্যান্ডের সামগ্রীতে চলছে ২০-৭৫ শতাংশ ছাড়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে চলছে পাঁচ দিনব্যাপী ‘আনন্দমেলা’। শপিংমলের ইস্ট কোর্টে এই মেলা আজ শেষ হচ্ছে। যেখানে লাইভ শপিং, রাথাজ ফ্যাশন, হানজাল, এক্সক্লুসিভ ড্রেসেস ও আরএস লেদার সহযোগিতায় মেলায় ৫০টি ব্র্যান্ডের পণ্যের পসরা সাজিয়েছে। বিক্রি করছে ২০ থেকে ৭৫ শতাংশ ছাড়ে। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা সাধারণ কেনাকাটা করতে পারবেন। রোববার শপিংমলের মেলাপ্রাঙ্গণ ঘুরে এ তথ্য জানা গেছে।
শপিংমল কর্তৃপক্ষ জানায়, একই ছাদের নিচে ফ্যাশন, কসমেটিকস, কিডস আইটেম, হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে লাইফস্টাইল প্রোডাক্ট সবই পাওয়া যাচ্ছে। পাশাপাশি থাকছে লাইভ মিউজিক পারফর্মেন্স, ফুড কর্নার ও বিনোদনের ব্যবস্থা। রোববার মালিবাগ থেকে মেলায় আসা তাহমিনার সঙ্গে কথা হয়। তিনি যুগান্তরকে বলেন, মেলায় এসে দেখি অনেক স্টল। পোশাক থেকে শুরু করে গহনা, কসমেটিক্স, জুতাসহ অনেক কিছু বিক্রি হচ্ছে। ২০-৭৫ শতাংশ ছাড়ে পণ্য বিক্রি করছে। এতে আমাদের মতো ক্রেতাদের অনেক উপকার হচ্ছে। নতুনবাজার থেকে আসা হামিদুর রহমান বলেন, যমুনা ফিউচার পার্কে এসেছিলাম প্যান্ট কিনতে। মলের ভেতরে এসে দেখি মেলা হচ্ছে। মেলায় এসে প্যান্ট পেয়েছি। পছন্দ করে কিনলাম। সেটাও ৪৫ শতাংশ কম দামে। এতে আমার টাকা সাশ্রয়ী হয়েছে।
মেলায় অংশ নেওয়া বারকোড স্টল সংশ্লিষ্টরা জানান, মেলা উপলক্ষ্যে ডেনিম প্যান্ট ৫০০ টাকা, লেডিস টি শার্ট ১৫০ টাকা, ট্রাউজার ১৫০ টাকা, পোলো টি শার্ট বিক্রি হচ্ছে ২৫০ টাকা ও শার্ট ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সংশ্লিষ্টরা জানায়, মেলা উপলক্ষ্যে পণ্য ছাড়ে রেগুলার আইটেম বিক্রি হচ্ছে। বিক্রিও ভালো হয়েছে। যমুনা ফিউচার পার্কের এমন আয়োজন আরও বেশি করে করা উচিত। ক্রিসেন্ট স্টেল সংশ্লিষ্টরা জানায়, মেলায় তাদের পণ্য ভালো বিক্রি হচ্ছে। ক্রেতার আগ্রহ আছে। ক্রেতারা পছন্দ করে কম দামে জুতা কিনে নিয়ে যাচ্ছে। আর এই মেলা উপলক্ষ্যে ২০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ে তাদের পণ্য বিক্রি করা হচ্ছে।
