Logo
Logo
×

ঘরে বাইরে

হারপিকের সুপার হিরোদের নিয়ে উদ্যোগ

Icon

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হারপিক বাংলাদেশ এবং সাজিদা ফাউন্ডেশনের চলমান উদ্যোগ একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ১ হাজার পরিছন্নতাকর্মী ও তাদের পরিবারকে দেওয়া হয় স্বাস্থ্যসেবা কার্ড; যার মাধ্যমে ২৫০টিরও বেশি হাসপাতালে কম খরচে চিকিৎসা সুবিধা পাচ্ছেন তারা। এছাড়াও শিশুদের দেওয়া হয় ‘দিপু-টুশি হাইজিন অভিযান’ কমিক বই ও অ্যানিমেশন সিরিজ; যেখানে হাইজিন, টয়লেট পরিচ্ছন্নতা, হাতধোয়া এবং স্বাস্থ্যকর অভ্যাসের শিক্ষা রয়েছে-যা অনেক বাবা-মা আগে কখনো শেখার সুযোগ পাননি। এ উদ্যোগ কর্মীদের জীবনে স্বীকৃতি, আশা এবং সম্মান নিয়ে এসেছে। এ বছর এ কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে; এতে যুক্ত হয়েছে আরও ২ হাজার পরিছন্নতাকর্মী ও তাদের পরিবার। ‘দিপু-টুশি’র নতুন অধ্যায় ও ডিজিটাল কার্টুন সিরিজ সারা দেশের আরও শিশুদের কাছে পৌঁছাবে, যা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যবিষয়ক শিক্ষা নিশ্চিত করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম