Logo
Logo
×

ঘরে বাইরে

বিয়ের যতকিছু আয়োজনে

কথায় আছে ‘এক লাখ একটা কথা ছাড়া নাকি বিয়ে হয় না’। কথার মতো বিয়ের আয়োজন এক লাখ একটা না হলেও নেহায়েত কমও নয়। বিয়ের উৎসবকে কেন্দ্র করে বাড়ি সাজান, স্টেজ সাজান, ছবি তোলা, বাবুর্চি, ভেন্যু আরও কত কি! এত সব আয়োজনের ঝক্কিও তো কম নয়। তবে আজকাল বিয়ের আয়োজন সহজ করতে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। চলুন জেনে নেয়া যাক বিয়ের বিভিন্ন আয়োজনের খোঁজ-খবর।

Icon

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ইভেন্ট ম্যানেজমন্টে

রোমান্স ইকেবানা ইভেন্ট অ্যান্ড ইন্টারটেইমেন্ট

রোমান্স ইকেবানা ইভেন্ট অ্যান্ড ইন্টারটেইমেন্ট ওয়েডিং প্ল্যানারে স্টেজ সাজান, তত্ত্ব সাজান, ড্রেস ডিজাইন, বিউটিশিয়ান, ফটোগ্রাফিসহ সব ধরনের সুযোগ রয়েছে। রেডি ডেকোরেশন অর্ডার দিলে পাওয়া যাবে ৩০% ছাড়। এছাড়াও রয়েছে স্বনামধন্য ফটোগ্রাফার চঞ্চল মাহমুদের হাতে ছবি তোলার সুযোগ রয়েছে। সর্বনিু খরচ ৩০ হাজার টাকা। ঠিকানা : ৩৯/সি, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা। ফোন : ০১৯৬০৫০১৮৭৯। ফেসবুক পেজ : Romance Ikebana Events & Entertainment

ফোর্স হলিডে : দক্ষ হাতে বিয়ের সবরকম প্রস্তুতি সম্পন্ন করতে বুকিং দিতে পারেন ফোর্স হলিডে। ডেকোরেশন, তত্ত্ব সাজানসহ সবরকম আয়োজন ছাড়াও ভিডিও, ছবি গ্রহণের ব্যবস্থা রয়েছে ফোর্স হলিডেতে। ঠিকানা : বাড়ি-৩৭, এভিনিউ-১, রোড-১১, ব্লক-বি, মিরপুর-১২, ঢাকা। ফোন : ৯০১৩২২৭।

ওয়েডস্কেচ : বাড়ি-১২, রোড-০৮, ব্লক-ডি, সেকশন-১১, পল্লবী, মিরপুর। ফোন : ০১৫৫২৮২১২২৮। প্রতিষ্ঠানটিতে বর ও কনের ইন্টারভিউ, মেকওভার, সাজ ইত্যাদিসহ ভিডিও করার ব্যবস্থা রয়েছে।

ইভেন্ট ফেক্টর : ফেসবুক পেজ : www.facebook.com/eventfactorbd, ফোন : ০১৯৭৫৫৫৬৬৩৩। প্রতিষ্ঠানটিতে যে কোনো বিয়ের আয়োজন সম্পন্ন করা যাবে ৩০ হাজার থেকে ১ লাখ টাকায়।

ওয়েডিং ডায়েরি : ফেসবুক পেজ : www.facebook.com/weddingdiarybd, ফোন : ০১৯৭৫৫৫৬৬৩৩।

বাবুর্চির খোঁজে

বিয়েবাড়ির বড় আকর্ষণ জম্পেশ খাওয়া-দাওয়া। খাবারের আইটেম যা-ই হোক, রান্না হওয়া চাই মজাদার। তাই তো সবার আগে খোঁজ পড়ে ভালো বাবুর্চির। আজকাল কমিউনিটি সেন্টার আর কনভেনশন সেন্টারেই সারা হয় সব আয়োজন। কমিউনিটি কিংবা কনভেনশন সেন্টারের নিজস্ব বাবুর্চি থাকলেও চাইলে আপনার পছন্দমতো বাবুর্চিকে দিয়েও কমিউনিটি সেন্টারে রান্না করাতে পারেন। বাড়িতে অনুষ্ঠান করতেও প্রয়োজন পড়ে ভালো মানের বাবুর্চির। জেনে নিন কয়েকজন নামকরা বাবুর্চির ফোন নম্বর : রহিম বাবুর্চি : ০১৭১৬২৬০৬৬৬। সালাম বাবুর্চি : ০১৭১১৫২৩৫৬৫। জাহাঙ্গীর শাহ বাবুর্চি : ৭১১৬৫১৯। চাঁন মিয়া বাবুর্চি : ০১১৯৯৮০৩২০৯। মো. শানু মিয়া বাবুর্চি : ০১৬১৩০০৭৭৭৪, ০১৯১৯০০৭৭৭৪, ৯১২০৫৪৯। শামসুল হক বাবুর্চি : ০১৮১৯২৬৮০২২। হাজী আবদুল জলিল বাবুর্চি : ০১৭১১৫২৭৫৭৫।

ক্যাটারিং সার্ভিস হালচাল

নিশ্চিন্তে বিয়ের উৎসব উপভোগ করতে চাইলে রান্না আর খাবার পরিবেশনের পুরো দায়িত্ব দিতে পারেন কোনো ক্যাটারিং প্রতিষ্ঠানকেও। যাদের বিয়ে এখন পরিকল্পনার মধ্যে রয়েছে, তাদের জন্য থাকল বেশ কিছু ক্যাটারিং সার্ভিসের খোঁজ-খবর।

মাস্টার শেফ সুব্রত আলী

মাস্টার শেফ সুব্রত আলী ক্যাটারিংয়ে ন্যূনতম ২০ জন থেকে শুরু করে যে কোনো সংখ্যক অর্ডার নেয়া হয়। ঢাকা ও ঢাকার বাইরে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। প্যাকেজ মূল্য ৩৫০ থেকে ৬৫০ টাকা। ফোন : ০১৭১১৪৩৯৩৯৯, ০১৭১১৫৩৬৯৯৮

বিয়ে বাড়ি ক্যাটারিং সার্ভিস

বিয়ে, জন্মদিন কিংবা ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে ভালো মানের খাবার পরিবেশনের নিশ্চয়তা দিচ্ছে বিয়ে বাড়ি ক্যাটারিং সার্ভিস। প্রতিষ্ঠানটি শাহবাগে আজিজ সুপার মার্কেটের ১১ তলায় অবস্থিত। ফোন : ০১৭১৭৪৬০৬৪

ফখরুদ্দিন ক্যাটারিং

১৯৬৬ সালে শুরু হয় ফখরুদ্দিন বিরিয়ানির যাত্রা। ফখরুদ্দিন বাবুর্চি তার রান্নার মাধ্যমে জয় করে নেন ঢাকাসহ সারাদেশের মানুষের মন। ফোন : ০১৭১৫৫৫৩৩৩০, ৯৩৪৩৪৫৬।

স্পাইস ক্যাটারিং

স্বাদ আর খাবারের মান দুটো বিষয়কেই সমান গুরুত্ব দেয় স্পাইস ক্যাটারিং। ঢাকা ও ঢাকার বাইরে খাবার সরবরাহ করা হয়। চাইলে ভেন্যুতে গিয়েও রান্না করে দেয়া হয়। ঠিকানা : বাড়ি-১২, রোড-৩৩, গুলশান-১, ঢাকা। ফোন : ০১৯১১৬৬১১৮৫।

নান্না বিরিয়ানি হাউস

ঢাকাবাসীর কাছে নান্না বিরিয়ানি হাউসের জনপ্রিয় বহু সময় ধরে। ঢাকার নাজিমুদ্দিন রোড, মিরপুর বেনাসরি পল্লী আর মতিঝিলে একটি করে শাখা এবং পুরান ঢাকার বেচারাম দেউরী (সরদার ভবন)-এ প্রধান শাখা রয়েছে। বিয়ের জন্য প্রয়োজনীয় খাবারের অর্ডার দিতে পারেন নান্না বিরিয়ানি হাউসে। যোগাযোগ : মা ভিলা, এভিনিউ-১, হাউস-৩৬/২, সেকশন-১০, ব্লক-এ, মিরপুর বেনাসরি পল্লী, মিরপুর, ঢাকা-১২১৬। ফোন : ০১৭১৬৪২৫০৭৮, ০১৭৫২৮০১৩১৩।

ফ্লেমিনকো ক্যাটারিং

৩০ হাজার লোকের খাবারের আয়োজন করতে সক্ষম ফ্লেমিনকো ক্যাটারিং। এরাবিয়ান, কন্টিনেন্টাল, থাই, চায়নিজ, ইন্ডিয়ান ও ঐতিহ্যবাহী বাংলা খাবারের জন্য আলাদা শেফ রয়েছে ফ্লেমিনকো ক্যাটারিং সার্ভিসের। মেন্যুভেদে খরচ পড়বে জনপ্রতি ৩৫০ থেকে সাড়ে ৪ হাজার টাকা। এতে ৭০ রকমের প্যাকেজ রয়েছে। ফোন : ০১৭২০২০৯৫৬৫, ০১৮৪৭২৯০৩১৯।

স্মৃতিময় বিয়ের ছবি

ছবি আর ভিডিওগ্রাফি ছাড়া এখন বিয়ে সম্পন্ন হয় না যেন। বর্তমানে ওয়েডিং ফটোগ্রাফাররা শিফট গুণে কাজ করে থাকেন। কোনো কোনো ফটোগ্রাফার ঘণ্টা হিসাবেও কাজ করে। বিয়ের মৌসুমে ভালোমানের ফটোগ্রাফি প্রতিষ্ঠানে ছবি তুলতে আগে ভাগেই বুকিং দিয়ে রাখুন। ফটোগ্রাফি প্রতিষ্ঠানের খোঁজ-খবর।

ওয়েডিং ডায়েরি

বিয়ের ছবি তোলাতে ছাড় দিচ্ছে ওয়েডিং ডায়েরি। ওয়েডিং ডায়েরির প্যাকেজ-১ এ ৫ ঘণ্টা ছবি তুলবেন ২ জন টপ ফটোগ্রাফার। খরচ ২৮ হাজার টাকা। প্যাকেজ-২ এ ২ জন টপ এবং ২ জন সিনিয়র ফটোগ্রাফার ৬ ঘণ্টা ছবি তুলবেন। খরচ ৩৫ হাজার টাকা। প্যাকেজ-৩ এ পুরো ইভেন্টে ছবি তুলবেন ২ জন টপ এবং ২ জন সিনিয়র ফটোগ্রাফার। খরচ ৫০ হাজার টাকা। ঠিকানা : মোহাম্মদিয়া সুপার মার্কেট, সোবহানবাগ, ঢাকা, ফোন : ০১৯৭৫৫৫৬৬৩৩, ০১৯৭২২২৮০৬১।

ড্রিম ওয়েভার

১২ হাজার ৫০০ টাকা থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে ড্রিম ওয়েভারে। ঠিকানা : হাউস-২৩, রোড-১, সেক্টর-৯, উত্তরা, ঢাকা-১২৩০, ফোন : ০১৭১৭৯৯২২৮৫, ০১৬৭০০৭৮৯৫৩।

আপন ওয়েডিং

আপন ওয়েডিংয়ে ১ দিনের ছবি তোলায় খরচ পড়বে ৭ হাজার টাকা, ২ দিনে ১২ হাজার টাকা এবং ৩ দিনে ২১ হাজার টাকা। ঠিকানা : ২৩৬ নিউ এলিফ্যান্ট রোড, শেলটেক শায়েরা কম্পিউটার সিটি, ৩/বি ৪র্থ তলা, ঢাকা-১২০৫, ফোন : ০১৯৭২২২৮০৬১।

প্রীত রেজা প্রোডাকশন

মনের মতো বিয়ের ছবি তুলতে পারেন প্রীত রেজা প্রোডাকশনে। ঠিকানা : হাউস-৩৭ (১ম তলা), রোড-২৭, ব্লক-এ, বনানী, ফোন : ০১৯৭৩৩১১১৭৭।

ড্রিম ওয়েডিং

ড্রিম ওয়েডিংয়ে বেসিক কম্বো প্যাকেজে ১টি ইভেন্ট ১৬ হাজার ৫০০ টাকা, ২টি ইভেন্ট ৩০ হাজার টাকা এবং ৩টি ইভেন্ট ৪৫ হাজার ৫০০ টাকা। ক্লাসিক কম্বো প্যাকেজে ১টি ইভেন্ট ২০ হাজার ৫০০ টাকা, ২টি ইভেন্ট ৩৭ হাজার টাকা এবং ৩টি ইভেন্ট ৫৫ হাজার ৫০০ টাকা। ঠিকানা : ৪৫৩/১ ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯, ফোন : ০১৯১৪৪৮৫৩৪০, ০১৬১৪৪৮৫৩৪০।

লাইটিং

দিন হিসাবে নানারকম বাতি ভাড়া নেয়া যায়। এর মধ্যে টিউবলাইট প্রতিটি ২৫ টাকা, হ্যালোজেন ১০০ টাকা, মেটাল লাইট ৮০০ ও ফগ ও লেজার লাইট ৮০০ টাকা। বিয়েতে পুরো বাড়ি সাজানোর জন্য সাধারণ মরিচ বাতি প্রতি হাজার ২০০ থেকে ১০০০ টাকা, অটো মরিচ বাতি ৩৫০ থেকে ১৫০০ টাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম