Logo
Logo
×

ঘরে বাইরে

বিয়ের অন্যতম অনুষঙ্গ নাকফুল

Icon

রবিউল কমল

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিয়ে মানেই গয়না। আর বিয়ের গয়নাতে নাকফুলের আবেদনই সবচেয়ে বেশি। বিয়ের গয়নার তালিকায় নাকফুল থাকতেই হবে। কেননা নাকফুলকে বিবাহিত জীবনের সৌভাগ্যের প্রতীক বলা হয়। বিয়ের নাকফুল কনের জন্য আশীর্বাদ, ভালোবাসা আর শুভ কামনার নিদর্শন মনে করা হয়। কনের নাকে একটি ছোট্ট নাকফুল তার সাজের পূর্ণতা এনে দেয়। এখন জেনে নিন কনের জন্য কেমন নাকফুল কিনবেন-

হীরার নাকফুলের আবেদন চিরকালীন। গোল্ড, হোয়াইট গোল্ড, রোজ গোল্ড কিংবা প্ল্যাটিনামের সঙ্গে হীরার টুকরা বসিয়ে তৈরি করা হয় নাকফুল। এক পাথর, তিন পাথর, সাত পাথর, ফ্লোরাল পিস কিংবা তারার নকশা করা হীরার নাকফুলগুলো বেশি প্রচলিত। আকার, হীরার মান, নকশা সব কিছুর ওপর নির্ভর করে হীরার নাকফুলের দাম আড়াই হাজার থেকে শুরু হয়ে ৯০ হাজার পর্যন্ত।

এছাড়া বাজারে সোনার নাকফুলেরও ভালো প্রচলন রয়েছে। সোনার সঙ্গে মুক্তা, ক্রিস্টাল, স্টোন বসানো নাকফুল তো থাকছেই। সোনার সঙ্গে রঙিন পাথর বসানো বেশ কয়েকটি নাকফুলেরও একটি সেট করে দিতে পারেন। সোনার নাকফুল আর নথের দাম পাঁচ থেকে ২৫ হাজারের মধ্যেই।

তবে বিয়ের কনের জন্য উপযুক্ত নাকফুলগুলোর দাম শুরু হয় পাঁচ হাজার থেকে। আবার অনেকেই নথ পরতে পছন্দ করেন। সোনা আর হীরার কাজের নথ পাবেন সাত হাজারের মধ্যেই।

কোথায় পাবেন

ডায়মন্ড ওয়ার্ল্ড, আমিন জুয়েলার্স, ভেনাস, আড়ং, অলংকার নিকেতন, জড়োয়া হাউসসহ বিভিন্ন জুয়েলারির দোকানে এসব নাকফুল কিনতে পাওয়া যায়।

সাবধানতা

নাকফুল কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন কনের মুখের আকার, নাকের গড়ন, পছন্দ মিলিয়ে নাকফুল কিনতে হবে। চিকন নাকে ছোট নাকফুল আর মোটা গড়নের নাকে খানিকটা বড় নাকফুল ও নথ বেশি মানায়। আবার গোল মুখে গোলাকৃতির নাকফুল বেমানান। লম্বাটে মুখে বেশ মানিয়ে যায় গোল নাকফুল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম