|
ফলো করুন |
|
|---|---|
রঙের কোমলতা নিয়ে ক্যাটস আই
স্প্রিং-সামার মৌসুমটি মূলত সৃজিত ফ্যাশনের সৌকর্য উপস্থাপনার। তাইতো মুড আর ডেস্টিনেশনকে প্রাধান্য দিয়েই নতুন পোশাক এনেছে ক্যাটস আই। জীবনযাত্রায় সহজতা বাড়াতে পোশাকের প্যাটার্নে নতুনত্ব এবারও। এতে থাকছে প্রিন্টেড স্মার্ট ক্যাজুয়াল শার্ট, লং টপস, রাউন্ড নেক টি-শার্ট, পোলো ছাড়াও টিনোস প্যান্ট। রঙের ব্যবহারে এসেছে কোমলতা; আবার এরই বৈপরীত্যে থাকছে রাতের ফরমাল পোশাকে। ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আইয়ের স্প্রিং-সামার কালেকশনটি পুরোটাই তারুণ্যনির্ভর। এবারের হাফ হাতা স্মার্ট ক্যাজুয়াল শার্টগুলোও বেশ আঁটসাঁট কাটের, যুতসই কলার প্যাটার্ন এবং বর্ণিল প্রিন্টে তৈরি। পাশাপাশি প্রাণবন্ত ভাব ধরে রাখতে ক্যাটস আইয়ে থাকছে অফিস অ্যান্ড আফটার অফিস ব্যবহার উপযোগী আউটফিটও। স্টোরের পাশাপাশি শুধু অনলাইনে ক্যাটস আই ভার্চুয়াল স্টোর থেকে পণ্য ক্রয়ে থাকবে ১০ ভাগ বাড়তি ছাড়ের সুযোগও। শপিংয়ের জন্য www.catseye.com.bd।
গ্রীষ্মে গ্রামীণ ইউনিক্লো
শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে আমাদের পোশাকেও আসে ব্যাপক পরিবর্তন। মোটা, ভারি কাপড় উঠে গিয়ে আলমারিতে স্থান পায় পাতলা ও হালকা আরামদায়ক ক্যাজুয়াল পোশাক। মোটা কাপড়ের কামিজ কিংবা ব্লেজারের পরিবর্তে পাতলা টপস্ আর টি-শার্ট বা শার্ট শোভা পায় সবার ফ্যাশনে। এ পরিবর্তনকে প্রাধান্য দিয়ে গ্রামীণ ইউনিক্লো এবার গ্রীষ্মে সম্পূর্ণ ক্যাজুয়াল কালেকশন নিয়ে হাজির হয়েছে। গ্রামীণ ইউনিক্লো’র গ্রীষ্মের ক্যাজুয়াল কালেকশনে এবার ছেলেরা খুঁজে পাবে বিভিন্ন ধরনের গ্রাফিক টি-শার্ট, সলিড পোলো শার্ট, প্রিন্টেড পোলো শার্ট, স্ট্রাইপড পোলো শার্ট, পাতলা প্রিন্টেড শার্ট, শর্ট স্লিভ শার্ট, নতুন ইজি প্যান্টস, জিন্স, বক্সার ব্রিফস্, ট্যাংক টপস্, শর্ট মোজাসহ আরও অনেক আইটেম। একই সঙ্গে মেয়েদের জন্য থাকছে বিভিন্ন রং ও ডিজাইনের গ্রাফিক টি-শার্ট, হালকা ও পাতলা আরামদায়ক কামিজ, জিন্স, ডেনিম লেগিংস্সহ আরও অনেক কিছু। আরও জানতে : www.grameenuniqlo.com
কুকিং অ্যাসোসিয়েশনের পিঠা প্রতিযোগিতা
আবহমান কালের জনপ্রিয় খাবার পিঠাকে সার্বজনীন করতে কুকিং অ্যাসোসিয়েশন ঢাকার একটি রেস্টুরেন্টে আয়োজন করেছিল পিঠা উৎসব। এবারের প্রতিযোগিতার দেশের বিভিন্ন এলাকা থেকে ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনীন মুকতাদির ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুকিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কেকা ফেরদৌসী। বিচারক হিসেবে ছিলেন কুকিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রিমা জুলফিকার, জেনারেল সেক্রেটারি মেহেরুনিসা, মামুন চৌধুরী, তানিয়া শাদমিন ও নীপা। আর অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আঞ্জুমান্দ সেতু।
প্রতিয়োগিতায় ‘চুই ঝাল পিঠা’ তৈরি করে প্রথম হয়েছেন আফসানা আশফিয়া। তিনি খুলনা অঞ্চলের এ পিঠা তৈরি করেছেন। দ্বিতীয় হয়েছেন মেহেদী হাসান। তিনি ‘পাকান পিঠা’ তৈরি করেছিলেন। তৃতীয় পুরস্কার পান নুসরাত খান।
বার্ডস আইয়ে নতুন টি-শার্ট
বার্ডস আই নিয়ে এসেছে নতুন টি-শার্ট। পাওয়া যাবে টি-শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবি, শার্ট ও ছোটদের পোশাক। পোশাকগুলো পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের পাঁচটি শো-রুমে। ফোন : ০১৯১৫-০৬৮১৫৩।
মুসলিম কালেকশন
শার্টে ফেব্রিক হিসেবে সুতিকে প্রাধান্য দেয়া হয়েছে। ব্যান কলার ও আপার স্টিচ শার্টের আউটগোয়িং লুকে বাড়তি ফ্যাশন যোগ করেছে। এছাড়াও মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, চেক শার্ট, এককালার শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট, পোলো শার্ট ও ফুলহাতা শার্ট।
মিনিসো’র শো-রুম
সম্প্রতি ঢাকার খিলগাঁওয়ের স্কাই ভিউ নাজমা টাওয়ারে জাপানি লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসো বাংলাদেশে তাদের সপ্তম শোরুমের উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মিনিসো বাংলাদেশের প্রকৌশল বিভাগের প্রধান প্যান উইয়ি মিন্সো, ফ্র্যাঞ্চাইজি আবদুল বাতেন, আখিয়ার আল কুদ্দুস ও বদিউজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জাপানের ঐতিহ্যবাহী যন্ত্রসংগীতের মাধ্যমে। সঙ্গীতশিল্পী রাইফ আল হাসান রাফা ও তার ব্যান্ড অ্যাভয়েড রাফা সংগীত পরিবেশন করেন। ছিল বাংলাদেশি সাংস্কৃতিক নাচও। ২০১৩ সালে জাপানের তরুণ ডিজাইনার মিয়াকি জুনি ও চীনা তরুণ উদ্যোক্তা ইয়ে গুফু মিলে প্রতিষ্ঠা করেন মিনিসো।
গুলশানে তাগাম্যান
পুরুষদের নিত্যনতুন পোশাকের সমাহার নিয়ে তাগাম্যানের নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে ঢাকার গুলশানে। তাগাম্যানের সংগ্রহশালায় রয়েছে চিরাচরিত পোশাকের সমন্বয়ে ফরমাল ও ক্যাজুয়াল পোশাক; সেই সঙ্গে আছে জুতা, ব্যাগ, ওয়ালেটসহ নানা অনুষঙ্গ। গুলশান ছাড়াও তাগা এবং তাগাম্যানের আউটলেট রয়েছে ঢাকার ধানমণ্ডির সাতমসজিদ রোডের গ্রিনসিটি স্কয়ার; আড়ংয়ের ৮টি আউটলেট উত্তরা, ওয়ারী, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরাসিটি, মিরপুর-১২, মগবাজার, চট্টগ্রামের হালিশহর ও ময়মনসিংহে। অনলাইনে taagaman.com ঠিকানায় তাদের পণ্য কেনা যাবে। তাগাম্যান লাইফস্টাইল রিটেইল চেইন ব্র্যান্ড আড়ংয়ের একটি সাব ব্র্যান্ড; যা ব্র্যাক সোশাল এন্টারপ্রাইজের একটি উদ্যোগ।
