Logo
Logo
×

ঘরে বাইরে

ঈদের সাজে শার্ট কিংবা টি-শার্ট

ঈদ মানেই আনন্দ, সাজ সাজ উৎসব, সবকিছু নতুন করে সাজিয়ে তোলা, আর তার সঙ্গে সঙ্গে নিজেকেও নতুন করে ফুটিয়ে তোলা, এক স্বতন্ত্র সৌন্দর্যে ফুটিয়ে তোলার প্রচেষ্টা। ফ্যাশন মানুষের একটি সহজাত প্রবৃত্তি। নারী-পুরুষ সবাই তাদের নিজস্ব ধরন ও ব্যক্তি স্বাতন্ত্র্য অনুযায়ী ব্যতিক্রমী ও আকর্ষণীয় করে নিজেকে সাজাতে পছন্দ করে। ফ্যাশন বলতে এককালে শুধু মেয়েদের ফ্যাশনকেই বোঝানো হতো। ফ্যাশনে একচ্ছত্র অধিকার যেন কেবল মেয়েদেরই। কিন্তু যুগ পাল্টেছে, পাল্টেছে মানুষের দৃষ্টিভঙ্গিও। আর বদলেছে ছেলেদের ফ্যাশনের ধারা। সব কাজের মাঝে বুদ্ধি করে পোশাক আর তার সঙ্গে মিলিয়ে অন্যান্য অনুষঙ্গ ঠিক করে নিলেই আপনি হয়ে উঠবেন ফ্যাশনেবল। অল্প ক’দিন বাকি ধর্মীয় উৎসব ঈদের। এ উপলক্ষে শপিংমল কিংবা শো-রুমগুলোতে শুরু হয়েছে ঈদের প্রস্তুতি।

Icon

প্রকাশ: ১৩ মে ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঈদের সকালে পাঞ্জাবি সবাই পরে। কিন্তু দুপুর কিংবা বিকেলে নিশ্চয়ই আরামদায়ক ক্যাজুয়ালের কথা ভাবে সবাই। সে ক্ষেত্রে প্রথমে আসে শার্টের কথা। ছেলেদের ঈদের কেনাকাটায় তাই পাঞ্জাবির সঙ্গে ফ্যাশনেবল ও আরামদায়ক একটি শার্টও চাই সেই সঙ্গে চাই পোলো টি-শার্ট। চলমান বিশ্বে ক্যাজুয়াল ফ্যাশন সবচেয়ে জনপ্রিয়। বাংলাদেশের আবহাওয়ার জন্যও তা প্রযোজ্য। ছেলেদের জন্য গরমের মোক্ষম পোশাক ক্যাজুয়াল শার্টের পাশাপাশি টি-শার্ট। ঈদ ফ্যাশন কেমন হবে তা অনেকটা নির্ভর করে ঋতু আর ট্রেন্ডের ওপর। এবারের ঈদ হবে গরম আর বর্ষা দুইয়ের মিলনে। এমন আবহাওয়ার কারণে উৎসবে এখন গুরুত্ব পাচ্ছে ক্যাজুয়াল শার্ট। এ সময় ক্যাজুয়াল শার্টে মিলবে যেমন স্বস্তি তেমনি উৎসবেও দেবে ফ্যাশনেবল লুক। ক্যাজুয়াল এক রঙের শার্টের মধ্যে সুতির চলনই বেশি। তবে সুতির একরঙা শার্ট ছাড়াও বেছে নিতে পারেন সুতি ও অন্য সুতার মিশ্রণে তৈরি শার্ট। এতে ভাঁজ পড়লেও কম নজরে আসবে। শার্টের বোতামেও বেশ ভিন্নতা দেখা যাচ্ছে। সাদা স্বচ্ছ বোতাম তেমন আর দেখা যায় না। শার্টের রং যেমনই হোক, গাঢ় রঙের বোতামই চলছে বেশ। ক্যাজুয়াল শার্ট নিয়ে কথা হয় ব্যাঙ, ইজি, বালুচরসহ বিভিন্ন ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী ও ডিজাইনারদের সঙ্গে। তারা বলেন, ‘সময়টা এখন ক্যাজুয়ালের। অনেকেই এ ভ্যাপসা গরমে ফরমাল পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। শার্টের রং আর নকশায় এ বছর বেশ ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। ছেলেদের শার্টে বেশকিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনগুলো বড় কিছু না, খুব সূক্ষ্ম। যদিও শার্টের লুক বদলে দিতে এ পরিবর্তনগুলো বেশ গুরুত্ব পাচ্ছে। শুধু যে ক্যাজুয়াল শার্টেই নতুনত্ব এসেছে তা কিন্তু নয়, নকশায় পরিবর্তন এসেছে আমাদের অন্যান্য পোশাকেও। এতদিন শার্টের কলার, হাতা সবকিছুতে একই কাপড় ব্যবহার হলেও বর্তমানে এই ট্রেন্ডে কিছুটা পরিবর্তন এসেছে। এখন কলারের ভেতরের অন্য রঙের কাপড় দিয়ে ক্যাজুয়াল শার্টগুলোয় ফ্যাশনেবল লুক আনা হচ্ছে। হাতার কাফেও একই নকশা ব্যবহার হচ্ছে। প্রিন্টেড শার্টে ছাপা নকশার কোনো একটা রং বেছে নিয়ে দেয়া হচ্ছে গলা কিংবা হাতায়। দুই রং বা দু-রকমের নকশা করা কাপড় জুড়ে দেয়া হচ্ছে শার্টে। ফ্যাশনের হাওয়া বদলে এখন শার্টেও টিকিং ব্যবহার হচ্ছে। শার্টের এই পরিবর্তন হাল ফ্যাশনে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। ক্যাজুয়াল শার্টের মধ্যে চেক প্রিন্টের জায়গা সবর্দাই থাকে।

তবে ফ্যাশন পরিবর্তনের তাগিদে এখন প্রচলিত অন্যান্য প্রিন্টের শার্টও তৈরি করা হচ্ছে। হবে ঈদ ও গরম দুইয়ের কথা মাথায় রেখে নরম সুতির কাপড় ব্যবহার করা হয়েছে। রঙের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে হালকা নীল রঙের। ক্যাজুয়াল শার্টে সাদা, অফ হোয়াইট, মেরুন, আকাশি, কালো ও হালকা রংগুলো এখন ফ্যাশনেবল। ঈদের শার্টে নরম সুতি কাপড় প্রাধান্য পাচ্ছে। ক্যাজুয়ালে ফুল হাতা শার্ট, হাফ হাতা শার্ট দুটোই সমানতালে চলছে। আমরা রেগুলার ও ফিটেড দুটি স্টাইলই ব্যবহার করছি। এ বছর ঈদের শার্টে থাকছে পকেটের ব্যবহার। এক ও দুই রঙের পকেটে শার্টের কাঁধ, কলার বা হাতার ভাঁজে ছোট ছোট পরিবর্তন আনা হয়েছে। কাঁধে সোলডার শিপ যোগ হয়েছে। বর্তমান ফ্যাশন ট্রেন্ডে স্ট্রাইপ, চেক এবং একরঙা শার্টের পাশাপাশি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে ফুল, জ্যামিতিক নকশা, ডটপ্রিন্টসহ জমকালো প্রিন্টের শার্ট। ঢিলেঢালার বদলে টাইটফিট এবং সেমিফিট প্যাটার্ন এবার ঈদের ট্রেন্ড। ক্যাজুয়াল শার্টে দুই ধরনের প্রিন্ট ব্যবহার হয়েছে। যেমন বডির কাপড়ে এক ধরনের প্রিন্ট আর হাতা দুটোয় থাকছে আলাদা প্রিন্ট। একইভাবে হাতা ও বডিতে কালার কন্ট্রাস করে ক্যাজুয়াল শার্টের ডিজাইন করা হয়েছে। ফরমাল শার্টের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে খুব ছোট ফ্লোরাল প্রিন্ট, ডট প্রিন্ট, ছোট বল প্রিন্ট এবং হালকা রং। এ ধরনের ফরমাল শার্ট ঈদের রাতের পার্টিতে বেশ মানাবে। এ বছর ঈদের শার্টে থাকছে পকেটের ব্যবহার। এক ও দুই রঙের পকেটে শার্টের কাঁধ, কলার বা হাতার ভাঁজে ছোট ছোট পরিবর্তন আনা হয়েছে। কাঁধে সোলডার শিপ যোগ হয়েছে। বর্তমান ফ্যাশন ট্রেন্ডে স্ট্রাইপ, চেক এবং একরঙা শার্টের পাশাপাশি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে ফুল, জ্যামিতিক নকশা, ডটপ্রিন্টসহ জমকালো প্রিন্টের শার্ট ও টি-শার্ট। ঢিলেঢালার বদলে টাইটফিট এবং সেমিফিট প্যাটার্ন এবার ঈদের ট্রেন্ড। ক্যাজুয়াল শার্টে দুই ধরনের প্রিন্ট ব্যবহার হয়েছে। যেমন বডির কাপড়ে এক ধরনের প্রিন্ট আর হাতা দুটোয় থাকছে আলাদা প্রিন্ট। একইভাবে হাতা ও বডিতে কালার কন্ট্রাস করে ক্যাজুয়াল শার্টের ডিজাইন করা হয়েছে। ফরমাল শার্টের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে খুব ছোট ফ্লোরাল প্রিন্ট, ডট প্রিন্ট, ছোট বল প্রিন্ট এবং হালকা রং। এ ধরনের ফরমাল শার্ট ঈদের রাতের পার্টিতে বেশ মানাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম