Logo
Logo
×

ঘরে বাইরে

রিসোর্টে ঘোরাঘুরি

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ব্যস্ত এ জীবনে নিজের জন্য সময় বের করা যেন এক ধরনের সোনার হরিণ। অন্যদিকে যখন প্রিয় মানুষটির সঙ্গে কোনো বিশেষ দিন পালন করার কথা আসে তখন মাথায় ঘুরে নানা পরিকল্পনা। তাকে নানাভাবে চমকে দেয়া থেকে শুরু করে তার সব আবদারকে হাসি মুখে পূরণ করার কিছু প্রত্যয়। আর এসব কিছুর জন্য এ ব্যস্ত নগরীতে সময় কোথায়! তাই সবার ইচ্ছা থাকে প্রিয় মানুষটির সঙ্গে কিছু সময় কাটাতে আর প্রকৃতির মাঝে হারাতে। এর মাঝে যাদের বড় পরিবার তাদের পরিকল্পনা থাকে ছোটখাটো নানা ধরনের অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ দিনগুলো একসঙ্গে পালন করার। এছাড়া অনেকেই প্রিয় মানুষ থেকে হাজার হাজার মাইল দূরে থাকেন কাজের সূত্রে। যারা কেবল বছরের কিছু সময় পান তার প্রিয় মানুষের সঙ্গী হতে। আর এসব বিশেষ দিনের মধ্য বছর শুরুর পাতাতেই থাকে বসন্ত আর ঠিক তার পরের দিনই বিশ্ব ভালোবাসা দিবস। একসঙ্গে দুটি দিন হওয়াতে তা যেমন একদিকে ভালোবাসার মানুষদের কাছে গুরুত্বপূর্ণ তেমনি তা পালন করার জন্য মনে মনে চলতে থাকে নানা পরিকল্পনা। কেউ ভাবেন সম্পূর্ণ দিনটা কাটবে প্রিয় মানুষটির হাতে হাত রেখে, কিংবা দূরে কোথাও ঘুরে আসার মধ্য দিয়ে। এছাড়া নিজেকে সাজাতে পরনে কাঁচা হলুদ কিংবা বাসন্তী রঙ্গা শাড়ি তো আছেই। সঙ্গে থাকে নানা রঙের ফুলের গহনা কিংবা ভালোবাসার মানুষের কাছে আবদার করে খোঁপায় পরা বেলি আর গাঁদা ফুলের মালা। আবার অন্যদিকে ঠিক তার পরের দিন লাল রঙ্গা শাড়ি আর হাতে লাল গোলাপ নিয়ে চলে ভালোবাসা বিনিময়ের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী ভালোবাসা দিবসকে উদযাপন। নিজেদের ভালোবাসাকে আরেকটু ঘষে মেজে ঝালাই করে নতুন করে শুরু করা। এর জন্যই অনেকে যান নিজেদের মতো করে কিছু সময় কাটাতে। তবে ব্যস্ততার জন্য খুব বেশি দূরে যাওয়া সবার জন্য সম্ভব হয়ে উঠে না। তাই আশপাশের ছোটখাটো রিসোর্টে ঘুরাঘুরি আর ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত হতে পারে মিষ্টি কিছু স্মৃতি। এসব রিসোর্টে আছে ফল, সবজি এবং নানা ধরনের ফুলের বাগান। এর পাশাপাশি কিছু কিছু রিসোর্টে থাকে নৌকাতে করে সূর্যাস্ত দেখার সুন্দর ব্যবস্থা। যা আপনাকে নিয়ে যাবে প্রকৃতির খুব কাছাকাছি। এসব কিছুর সঙ্গে সঙ্গে আছে বিশাল মাঠ, পাখির কলরব, বাড়ির ছোট সদস্যদের জন্য কিডস জোন। এসব কিছু খুব অল্প সময়ের জন্য হলেও আপনাকে আপনার দৈনন্দিন জীবনের নানা ঝামেলা থেকে নিয়ে যাবে কয়েক ক্রোশ দূর। এতে নিজেকে লাগবে বেশ প্রাণবন্ত এবং এই ছোট একটি ভ্রমণ শেষে পাবেন কাজে মন দেয়ার সম্পূর্ণ প্রাণবন্ততা।

গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট, স্প্রিং ভ্যালি রিসোর্ট, পদ্মা রিসোর্ট, নক্ষত্রবাড়ি, ছুটি, অঙ্গনা, নবাব আলী হাসান আলী রয়েল রিসোর্ট, দ্যা পেলেস লাক্সারি রিসোর্ট। এসব রিসোর্টের থাকতে হলে আপনাকে গুনতে হবে প্রতিদিন ৩০০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম