চুল ও ত্বকের মসৃণতা বজায় রাখতে নিম ও কাঁচা হলুদ
প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রকৃতিতেই আছে আপনার রূপচর্চা বহু উপাদান। যতই নামি-দামি কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেন তার কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে কিন্তু প্রকৃতিতে এমন কিছু উপাদান আছে যা আপনি আপনার অনেক ছোটখাটো সমস্যার সমাধান করতে পারেন নিমিষেই। কিন্তু এই উপাদানগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই রোজকার রূপচর্চা কিছু উপাদান আপনার সঙ্গী করতে ভুল করবেন না। তেমনি একটি উপাদান হল নিম এবং সেই সঙ্গে কাঁচা হলুদ। এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন আকাঙ্খ্যাস গ্ল্যামার ওয়ার্ল্ডের কর্ণধার এ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ। সুন্দর থাকার চিরন্তন ঘরোয়া উপায়কে আবিষ্কার করুন নতুনভাবে, নামি-দামি প্রোডাক্টের পিছে বাড়তি খরচ না করে ভরসা রাখুন প্রাকৃতিক জিনিস এর ওপর নিম পাতা এবং কাঁচা হলুদ দুটো জিনিস এন্টিসেপটিক। নিম পাতা এবং কাঁচা হলুদ দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন। খুব সহজে ব্যবহার করতে পারবেন। অনেক ধরনের স্কিন প্রবলেম ঠিক করতে সাহায্য করবে। ন্যাচারালি সব ধরনের ত্বকের জন্য উপযোগী। অ্যাকনে পিম্পল ভালো করতে সাহায্য করবে সেই সঙ্গে ব্রণের দাগ ও হালকা করতে সাহায্য করবে। প্রতিদিন একবার নিম হলুদ মাস্ক ব্যবহার করুন মোটামুটি দুই সপ্তাহ ব্যবহার করলে ব্রণ কমে যাবে। দাগ ও হালকা হয়ে আসবে। মাস্ক বানাতে, এক চামচ কাঁচা হলুদ বাটা, এক চামচ মধু, এক চামচ লেবুর রস এক চামচ টক দই। যদি আপনার ত্বক খুব তৈলাক্ত হয় তবে মধু বাদ দিয়ে এক চা-চামচ মুলতানি মাটি নিতে হবে যদি খুব ড্রাই স্কিন হয় তবে মুলতানি মাটি না ব্যবহার করে এক চা-চামচ দুধ সঙ্গে দুই ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। যখনই কোনো জিনিস ব্যবহার করবেন আপনার ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে হবে। তবেই ভালো কাজ করবে।
মুলতানি মাটি শুষ্ক ত্বকে ব্যবহার করলে ত্বক আরও শুষ্ক হয়ে যাওয়ার ভয় থাকবে। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। মুখে লাগানোর আগে অবশ্যই ভালো করে মুখ পরিষ্কার করে নেবেন। এরপর আলতো করে মুছে ফেস মাস্ক লাগিয়ে নিন। ২০ মিনিট রাখুন শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর আবার কয়েকবার ঠাণ্ডা পানি ঝাপটা দিন মুখে, মুখ মুছে ত্বকের ধরন বুঝে ময়শ্চারাইজিং করে নিন। ধৈর্য ধরে প্রতিদিন একবার ব্যবহার করুন সমস্যা সমাধান হয়ে যাবে। কিছুদিনের ব্যবহারে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে। নিমপাতা প্রতিদিন বাটার ঝামেলা মনে করলে রোদে শুকিয়ে গুঁড়ো করে বোতলে ভরে রেখে দিতে পারেন। তাহলে ব্যবহার করতে সুবিধা হবে। নিজের রূপচর্চার সব উপাদান জোগাড় করে ব্যবহার করতে আলসেমি মনে করলে ভালো ব্র্যান্ডের এ ধরনের উপাদান দিয়ে তৈরি ক্রিম, মাস্ক, অয়েল পাওয়া যায়। আপনি চাইলে এ ধরনের ভালো মানের প্রোডাক্ট দিয়েও নিজের রূপচর্চা করতে পারেন অনায়াসেই। জানেন কি? চুলের যত্নে নিম অয়েল কতটা কার্যকরী, শুধু নিম হলে হবে না তার সঙ্গে সমপরিমাণ নারকেল তেল ও অলিভ অয়েল মিশিয়ে লাগান চুলের গোড়ায় এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন চুল পড়া কমে যাবে চুলও সুন্দর হবে।
