Logo
Logo
×

ঘরে বাইরে

সুখে দুঃখে বন্ধু আমার!

নীল আকাশের নিচে এক বুক সতেজ বিশ্বাসে কোনো দ্বিধা ছাড়াই উচ্চারণ করা যায় যে শব্দটি তা হচ্ছে ‘বন্ধু’। কারণ বন্ধু মানে বিশ্বাস, বন্ধুত্ব মানে পরস্পরের মাঝে সহযোগিতা, বিপদে পাশে থাকা, সুখে-দুঃখে এক থাকা। বিশ্বাস আর নির্ভরতার প্রতীক বন্ধত্বের সম্পর্কটি উদ্যাপন করতে প্রতি বছর আগস্টের প্রথম রোববার পালিত হয় বিশ্ব বন্ধু দিবস। সে হিসেবে আগামী ৪ আগস্ট সারা বিশ্বে পালন করা হবে বিশ্ব বন্ধু দিবস। বন্ধু দিবস নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন লিখেছেন-

Icon

কেয়া আমান

প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

‘পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটির নাম বন্ধুত্ব’- এরিস্টটলের এই চিরসত্য বাক্যটির গভীরতা কতটা, তা তখনই বোঝা যায় যখন জীবনে খুঁজে পাওয়া যায় সত্যিকারের একজন বন্ধু। ইংরেজি সাহিত্যের লেখক ভার্জিনিয়া উলফ বলেছিলেন, ‘কেউ কেউ পুরোহিতের কাছে যায়, কেউ কবিতার কাছে, আমি যাই বন্ধুর কাছে।’ জীবনের কোনো বাঁকে নয়, বন্ধুত্বের ব্যাপ্তি সারা জীবনব্যাপী। বন্ধুত্ব যদি নিখাদ হয় তবে জীবনের কোনো বাঁকেই তা শেষ হওয়ার নয়। সত্যিকার একজন বন্ধু যেমন সুখের সময় পাশে থাকে, ঠিক তেমনি দুঃখের দিনগুলোতেও লড়াইয়ের সাহস জোগায়।’

বন্ধু যে সব সময়ই তুই করে বলা সমবয়সীরাই হয়, তা কিন্তু নয়, বন্ধু হতে পারে যে কেউ। আপনার সহপাঠী যেমন আপনার বন্ধু হতে পারে, তেমনি বাবা-মা কিংবা ছোট ভাই-বোনও বন্ধু হতে পারে। আবার জীবনের নানা বাঁকে পরিচয় হওয়া বয়সে অনেক বড় কিংবা ছোট যে কেউ হতে পারে আপনার অন্তরঙ্গ বন্ধু। শিক্ষা জীবনে শুধু একজন বা দু’জন নয়, কয়েকজন মিলে তৈরি হতে পারে গ্রুপভিত্তিক বন্ধুত্ব। হতে পারে ছেলেমেয়েতেও ভালো বন্ধুত্ব। যদিও আমাদের সমাজে ছেলেমেয়ে ভালো বন্ধু হয় কনা এমন প্রশ্ন এক কঠিন রহস্য, যা উদ্ধার হলেও থেকে যাবে রহস্য। এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল মনে করেন, ‘ছেলেমেয়ের মধ্যেও হতে পারে নিখাদ, নির্মল বন্ধুত্ব। কারণ বন্ধুত্বের কোনো ধরন নেই। তবে বিপরীতের প্রতি যৌন অনুভূতি আমাদের যেহেতু স্বভাবগত প্রবৃত্তি। তাই অনেক সময় দেখা যায় দলছুট হয়ে অর্থাৎ অন্য বন্ধুদের বাদ দিয়ে শুধু একজন ছেলে এবং একজন মেয়ে বন্ধু নির্জনে, একাকী নিয়মিত দেখা-সাক্ষাৎ করলে তাদের যে কোনো একজন বা দু’জনের মধ্যে প্রেম বা যৌন অনুভূতি জাগতে পারে। সে ক্ষেত্রে বন্ধুত্বটা আর নিখাদ থাকে না। বিশেষ করে এখনকার যুগে। কারণ ইন্টারনেটে এখন খুব সহজেই পর্নো সাইটে গিয়ে বিভিন্ন পর্নোমুভি দেখা যায়। যা ছেলেমেয়ে যে কাউকে যে কোনো সময় বিপদগ্রস্ত করতে পারে। তবে আমি বিশ্বাস করি ছেলেমেয়েতেও ভালো বন্ধুত্ব হতে পারে। তবে এজন্য দু’জনকেই বন্ধুত্বের জায়গায় স্বচ্ছ থাকতে হবে। আর গ্রুপভিত্তিক বন্ধুত্বে গ্রুপেই আড্ডা দিতে হবে।’

বন্ধু এমন একজন মানুষ যার কাছে মনের কথা খুলে বলা যায় অবলীলায়। চাইলে বাবা-মায়েরাও সন্তানের ভালো বন্ধু হয়ে উঠতে পারে। আর এটা খুব জরুরি। কারণ অভিভাবক বন্ধু হয়ে উঠতে পারলে সন্তানের মানসিক বিপর্যয় ঘটলে তারা সবার আগে এগিয়ে আসতে পারবেন। জীবনে ভালো বন্ধু খুব জরুরি। তবে ভালো বন্ধু খুঁজে পাওয়া সহজ নয়। সবাই ভালো বন্ধু হতেও পারে না। তাই বন্ধু নির্বাচনে একটু সচেতন হতে হয়। বন্ধু নির্বাচনের আগে কয়েকটি মানবিক গুণ তার মধ্যে খুঁজে নেয়া উচিত। তার মধ্যে সৎ ও সত্যবাদী গুণাবলি আছে কিনা বুঝে নিন। আপনার বন্ধুর মনের ভেতরটা আসলেই স্বচ্ছ না স্বার্থপরতায় কলুষিত তা বুঝতে চেষ্টা করুন।

জুনান নাশিত বলেন, ‘বন্ধু মানেই সে, যাকে আমি বিশ্বাস করতে পারব। যার ওপর ভরসা করতে পারব। তবে তাকে অবশ্যই প্রকৃত বন্ধু হতে হবে। নয়তো লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ ইত্যাদির কল্যাণে এখন বন্ধু পাওয়াটা অনেক সহজ। তবে কাছ থেকে না দেখে শুধু দূরালাপনীতে কথা বলে বা চ্যাটিং করে গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্কে খুব বেশি সতর্ক থাকা প্রয়োজন। নয়তো ভুল মানুষটির বন্ধু হয়ে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে।’

শুধু বন্ধুত্ব হলেই হবে না, বন্ধুত্বের সম্পর্ককে ধরে রাখার চেষ্টাও করতে হবে। এক্ষেত্রে মনোবিজ্ঞানীদের পরামর্শ হচ্ছে, শত ব্যস্ততার মাঝেও বন্ধুর জন্য কিছুটা সময় রাখুন। তার কথা মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুর বিপদে পাশে থাকুন। বন্ধুত্বের অমলিন সম্পর্কে রং ছড়াতে আসছে বন্ধু দিবস। শত ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে বন্ধুরা মিলে ঘুরে আসতে পারেন, খেতে খেতে প্রাণ খুলে আড্ডা দিতে পারেন পছন্দের কোনো জায়গায়। কিংবা বিশেষ এই দিনটিতে আপনার প্রিয় বন্ধুকে একটি সুন্দর খুদে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বন্ধুর উদ্দেশ্যে লিখতে পারেন দুটি লাইন। বিশেষ দিনে পাঠানো এসব শুভেচ্ছা বার্তা উপহারের চেয়ে কম কিসে! চাইলে বন্ধুকে উপহার দিতে পারেন ফুল, কার্ড, ফ্রেন্ডশিপ ব্যান্ড, মগ, ফটোফ্রেম, চাবির রিংসহ নানা কিছু।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম