Logo
Logo
×

ঘরে বাইরে

শীতে ত্বকের সুরক্ষায় লোশন

Icon

ঘরেবাইরে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শীত মানেই প্রকৃতিতে পরিবর্তন। প্রখর রোদের জায়গা হঠাৎ করেই কুয়াশা এসে দখল করে নেয়। জনজীবনেও দেখা দেয় অলসতা। সকালটা যেন একটু দেরি করে শুরু করে তার ব্যস্ততা। বিকালে তাই চায়ের কাপের আড্ডাও বেশ জমে ওঠে নানা ধরনের মুখোরোচক পিঠাপুলির সঙ্গে। তবে শীতের এই আগমন আরেকটি জিনিসও সঙ্গী করে নিয়ে আসে। আর তা হচ্ছে রুক্ষতা। শীত মানেই তাই ত্বকের ক্ষেত্রে বাড়তি যত্নআত্তি আর নজরদারি। তাই শীতের এই রুক্ষতা থেকে রেহাই পেতে খুব সহজ সমাধান হতে পারে লোশন। সারাদিনের ব্যস্ততার পর নিজের প্রতি যত্ন নেয়ার যেমন সময় পাওয়া যায় না তেমনি কিছু ক্ষেত্রে ইচ্ছা শক্তিও যেন হার মানে ক্লান্তির কাছে। তাই যারা অল্প সময়ে ত্বকের সুরক্ষায় ত্বকের উপযোগী প্রসাধনী ব্যবহার করতে চান তারা ব্যবহার করতে পারেন বডি লোশন। তবে বডি লোশন ব্যবহারের বেলায় আপনার ত্বক তৈলাক্ত নাকি শুষ্ক সেই দিকে খেয়াল রেখে আপনার পছন্দের বডি লোশন নির্বাচন করুন। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অবশ্যই যেসব বডি লোশনে এসপিএফ যুক্ত করা হয় সঙ্গে থাকে ওয়েল বেইজড থিক এসব বডি লোশন তৈলাক্ত ত্বকের যত্নে ব্যবহার না করাই ভালো। এতে করে আপনার তৈলাক্ত ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে উঠবে। অন্যদিকে যাদের ত্বক শুষ্ক তারা বডি লোশন ব্যবহার করতে পারেন দিনে দু’থেকে তিন বারের মতো। এতে করে আপনার ত্বকের মৃত কোষগুলোর জায়গায় নতুন করে কোষের সৃষ্টি হবে। যার ফলে আপনি পাবেন মসৃণ আর উজ্জ্বল ত্বক। অন্যদিকে যাদের ত্বক মাঝামাঝি অবস্থায় আছে তারা লোশন ব্যবহারের আগে পাতলা একটি পেস্ট রূপে তৈরি করে নিতে পারেন। এটি তৈরি করতে অল্প পরিমাণে পানি, লোশন এবং গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি আপনার ত্বক যেমন মসৃণ করবে তেমনি রোদে পোড়া কালচে দাগ দূর করবে অল্প সময়ের মাঝে। অন্যদিকে বডি লোশন ব্যবহারের আগে অবশ্যই হাত, মুখ পরিষ্কার করে নিন, সেই ক্ষেত্রে গোসলের পর বডি লোশন ব্যবহার করতে পারেন। এতে করে ত্বকে লোশন খুব দ্রুত কাজ করে। এছাড়া শীতের পুরোটা সময় রাতে ঘুমানোর একটু আগে লোশন ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ত্বক থাকবে সুস্থ আর শীতের এই রুক্ষতার মাঝেও ত্বক থাকবে মসৃণ, উজ্জ্বল আর লাবণ্যময় সব সময়।

কোথায় পাবেন : যমুনা ফিউচার পার্ক, ইস্টান প্লাজা, রাজউক কমপ্লেক্স, গাউছিয়া থেকে শুরু করে আপনার আশপাশের যে কোনো শপিংমলে।

দাম : ভেজলিন বড়টার দাম পড়বে ৫৫৪ টাকা আর মাঝারি ৪৪৫ টাকা এবং ছোটটা ১৫০ টাকার মধ্যে। ডাভ বডি লোশনের দাম পড়বে ৫৫০ থেকে ৮৮০ টাকার মধ্যে। ইয়ার্ডলি পড়বে ৮৫০ থেকে ৯৫০ টাকার মধ্যে। আর প্যারাসুটের দাম পড়বে ২২০ থেকে ৩৫০ টাকার মধ্যে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম