Logo
Logo
×

ঘরে বাইরে

এবার শীতের কাপড় গুছিয়ে রাখার পালা

Icon

ঘরেবাইরে ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এবার শীতের কাপড় গুছিয়ে রাখার পালা

শীতের কাপড়, ছবি সংগৃহীত

ফাল্গুনি হাওয়া জানান দিচ্ছে, শীত প্রায় শেষের পথে। তাই শীতের পোশাককেও বিদায় জানানোর সময় চলে এসেছে। বছর ঘুরে আবারও যাতে শীতের আগমনে উষ্ণতার চাঁদরে নিজেকে জড়িয়ে রাখতে পারেন তাই শীতের কাপড় যত্নে রাখা আবশ্যক। সেক্ষেত্রে শীতের কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে লক্ষ রাখতে হবে, যাতে শীতের সব ধরনের কাপড় ঠাণ্ডা অথবা গরম পানিতে ধোয়া না হয়।

শীতের কাপড়ের ক্ষেত্রে যেমন আছে উলের কাপড়, তেমনই আছে লিনেন কিংবা সুতি। এছাড়া শীতের পোশাকের পাশাপাশি আছে লেপ কিংবা কম্বলের মতো ভারী কাপড়। অন্যদিকে শীতের পোশাকের মধ্যে আরও আছে- শাল, সোয়েটার, জ্যাকেট অথবা কোট। এছাড়া পশমি পোশাকের নানা ধরনের ডিজাইন শীতের আমেজ বাড়িয়ে তোলে কয়েকগুণ।

তাই এসব উলের কিংবা পশমি পোশাক পরিষ্কারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যাতে উলের কাপড় ড্রাই ওয়াশ না করে হালকা ডিটারজেন্ট দিয়ে ঠাণ্ডা পানিতে কাপড় পরিষ্কার করা হয়। এতে কাপড় যেমন পরিষ্কার হবে, তেমনই উলের ভাঁজ নষ্ট হবে না কিংবা কাপড় আকারে বড় হয়ে যাবে না। অন্যদিকে পশমি পোশাকের ক্ষেত্রে ড্রাই ওয়াশ করিয়ে নিতে পারেন।

উলের কাপড় ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। এর পরে আলমিরাতে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। এতে করে কাপড়ে ভাঁজ পড়ে না। অন্যদিকে শীতের কাপড়ের তালিকাতে আছে জ্যাকেটও। জ্যাকেট পরিষ্কারের ক্ষেত্রে ড্রাই ওয়াশ করিয়ে নিন। আর গুছিয়ে রাখার ক্ষেত্রে বড় প্লাস্টিকের ব্যাগে জ্যাকেট রেখে তা ঝুলিয়ে রাখতে পারেন অনায়সে।

এতে করে কাপড় যেমন সোজা থাকবে, তেমনই পরবর্তীতে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। শীতের কাপড়ের যত্নের ক্ষেত্রে এসব কাপড়ের পাশাপাশি আরও আছে সোয়েটার আর চাদর। এ ধরনের শীতের কাপড় অল্প পরিমাণে ডিটারজেন্ট দিয়ে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিতে পারেন। এতে করে কাপড়ের রং যেমন আগের মতোই উজ্জ্বল থাকবে, তেমনই পরিষ্কারও হবে ভালোভাবে।

অন্যদিকে লেপ কিংবা কম্বলের মতো ভারী কাপড় গুছিয়ে রাখার আগে রোদে দিয়ে নিতে হবে। অনেকেই লেপ ব্যবহার করার ক্ষেত্রে লেপে কভার ব্যবহার করে থাকেন। শীত শেষে শীতের কাপড় তুলে রাখার ক্ষেত্রে এ কভার গরম পানি দিয়ে পরিষ্কার করে ভাঁজ করে রেখে দিতে পারেন। কম্বল কিংবা লেপ গুছিয়ে রাখার ক্ষেত্রে লেপের কিংবা কম্বলের ভাঁজে ভাঁজে কর্পূর কিংবা ন্যাপথালিন দিয়ে রাখতে পারেন।

এতে করে কাপড় পোকামাকড় থেকে যেমন দূরে থাকবে, তেমনই অনেকদিন রেখে দেয়ার পরও কাপড়ে থাকবে সুন্দর গন্ধ। এ কর্পূর কিংবা ন্যাপথালিনের পাশাপাশি আপনি চাইলে নিমপাতাও কাপড়ের ভাঁজে ভাঁজে রাখতে পারেন। এতে কাপড় ভালো থাকবে দীর্ঘসময় পর্যন্ত। শীতের কাপড় গুছিয়ে রাখার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে সাজিয়ে রাখাই ভালো।

এক্ষেত্রে আপনি চাইলে আলাদা আলাদা বক্সেও শীতের কাপড় রাখতে পারেন। এতে করে শীতের শুরুতে গরম কাপড় খুব সহজেই হাতের নাগালে পেয়ে যাবেন। এছাড়া শীতের কাপড় মাঝে মাঝে রোদে দিয়ে রাখতে পারেন অল্প সময়ের জন্য।

এতে শীতের কাপড় ভালো থাকে এবং এতে বাজে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না। শীতের মোটা কাপড় ওয়াশিং মেশিনে না ধুয়ে নেয়াই ভালো। এতে করে কাপড় ভালো থাকে। আর শীতের শুরুতেই আপনি নিজেকে উষ্ণতার আমেজে যেমন জড়িয়ে নিতে পারবেন, তেমনই আপনার প্রিয় শীতের কাপড়টিও পাবেন পরিষ্কার-পরিচ্ছন্নভাবে হাতের নাগালে।

শীতের কাপড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম