Logo
Logo
×

ঘরে বাইরে

খোঁজখবর

পাখির হাট

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পাখির হাট

ছবি সংগৃহীত

শখ করে বিদেশি পোষা পাখি, নানা জাতের কবুতর অনেকেই পালন করেন। এসব প্রাণীর জন্য যা যা দরকার তা পাখির দোকান থেকে সংগ্রহ করা যায়। আবার পাখির হাট থেকেও সংগ্রহ সম্ভব। বিশেষ করে পোষা পাখি, কবুতর।

গত কয়েক বছরে পোষা পাখিপ্রেমীর সংখ্যা বেড়েছে। সে কারণে বেড়েছে পাখি বিক্রি। পাখি বিক্রির দোকান। জেলা শহর তো বটেই। বিভাগীয় শহরেও এখন পাখির হাট বসে। প্রচুর পাখি ক্রেতা-বিক্রেতার সমাগম হয়।

সপ্তাহে এক বা দুই দিন হাট বসে। বিভিন্ন জিনিসের বেচাবিক্রি হয়। হাটে বিভিন্ন ধরনের পাখির পসরা সবার মন কাড়ে। তবে কবুতরের সংখ্যা সব হাটেই বেশি দেখা যায়। হাটে পাখির সংখ্যা বেশি থাকে বলে যাচাই-বাছাই করতে সুবিধা হয়। পাখি বিক্রির কিছু হাটের খবর এবার জেনে নিন।

মিরপুর-১

প্রতি সপ্তাহে শুক্রবারে মিরপুর ১ (শাহ স্মৃতি মার্কেট সংলগ্ন, চাল বিক্রির দোকানের পাশে) পাখির হাট বসে। সকাল থেকে বিকাল অবধি প্রচুর ক্রেতা-বিক্রেতার সমাগম হয়। কবুতর, বাজরিগারসহ বিভিন্ন ধরনের পাখি কিনতে পাওয়া যায়।

টঙ্গী

টঙ্গীবাজারে রোববার পাখি বিক্রির হাট বসে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি, খাঁচা ইত্যাদি পাওয়া যায়। ইতোমধ্যে টঙ্গীর পাখির হাট পাখিপ্রেমীদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

মিরপুর-১৪

এখানে এক নাম্বার বিল্ডিং সংলগ্ন মেইন রোডের পাশে পাখির হাট বসে প্রতি শনিবার। কবুতরসহ অন্য পাখি পাওয়া যায়।

দেওয়ানহাট, চট্টগ্রাম

প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার হাট বসে দেওয়ানহাট মোড়ে। ঐতিহ্যবাহী এ হাটে পোষা পাখির পাশাপাশি টার্কিও বিদেশি মুরগিও পাওয়া যায়।

গুলিস্তান

গুলিস্তানে প্রতি শুক্রবার হাট বসে। কবুতরসহ অন্য পাখি পাওয়া যায়। এ হাটটি প্রায় দুই দশকের পুরনো। দূর-দূরান্ত থেকে এখানে ক্রেতা-বিক্রেতারা আসেন।

খুলনা

প্রতি শুক্রবার খুলনার খালিশপুর পৌর সুপার মার্কেট এলাকায় পাখির হাট বসে। এটিই খুলনার সবচেয়ে বড় পাখির হাট। এলাকাবাসী জানান, প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে এ হাট বসে। সেখানে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের পাখিপ্রেমীরা ছুটে আসেন।

পাখির হাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম