Logo
Logo
×

ঘরে বাইরে

আয়োজন

Icon

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শীতে শার্ট গ্যালারির আয়োজন

চেক, সাদা কাপড়, স্টাইপ্ট-এর শার্ট ও শার্ট-এর কাপড় ছাড়াও শীতের জন্য মোটা কাপড়কে প্রধান্য দিয়ে আকর্ষণীয় সব ডিজাইনের কাপড় পাওয়া যাচ্ছে। শীতকে সামনে রেখে শার্ট গ্যালারিতে আরও স্যুট, ব্লেজার, প্যান্টের কাপড় থাকছে। শীত উপলক্ষ্যে রয়েছে শতকরা ১৫ শতাংশ ছাড়। এ ছাড় শার্ট গ্যালারির নিউ এলিফ্যান্ট রোড-এ ছাড় চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মোবাইল : ০১৮২৮-৭৩৭৯৩২

ইমিসে শীতের আয়োজন

হোম ডেলিভারির বিশ্বস্ত প্রতিষ্ঠান eMise (পাইকারি, খুচরা, অনলাইন সেল) শীত উপলক্ষ্যে নান্দনিক নকশার পোশাক এনেছে। ফরমায়েশ দিলে ঘরে বসেই এসব পোশাক পাওয়া যাবে।

eMise কম মূল্যের, তারুণ্যনির্ভর ও স্টাইলিস্ট, আরামদায়ক, পুরোটাই সুতি ফ্রেবিকস এবং মার্জিত, বাহারি ডিজাইনের শীতের পোশাক এনেছে। আপনার পছন্দের ফুল স্লিপটি শার্ট, পলোশার্ট, ফুলশার্ট, হুডি অনলাইনে ও অর্ডার করা যাবে।

যোগাযোগ বা যে কোনো তথ্যের জন্য : ০১৭৬৬ ৫০৬ ২৩২

Follow us on website: http://emisebd.com

রঙ বাংলাদেশ নিয়ে এলো ফেস মাস্ক

ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে এসেছে আরামদায়ক বিভিন্ন রকম প্রিন্টের মাস্ক। নিট ও ওভেন কাপড়ের মাস্কগুলো সবার জন্য ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের রং-এর ফ্যাশনেবল মাস্কগুলো ক্রেতা চাইলে অন্যান্য পোশাকের সঙ্গে ম্যাচিং করেও নিতে পারবেন। বিভিন্ন ডিজাইনের মাস্ক পাওয়া যাবে ৯০-১১০ টাকার মধ্যে। আউটলেটের পাশাপাশি অনলাইনে www.rang-bd.com

আসছে অনলাইনে এমদাদ-নতুন বছরে

দীর্ঘ বিরতির পর ফ্যাশন ডিজাইনার এমদাদ হক নিয়ে আসছে এমদাদ নামে ব্র্যান্ড ডিজিটাল প্লাটফর্মে। প্রতিনিয়ত ফেসবুক- IamEmdadHoque এ পেজের মাধ্যমে এমদাদ হক তুলে ধরছেন নতুন আঙ্গিকে তার বিশেষত্ব, পোশাক ও অন্যান্য আইটেম। এবার তিনি পরিবেশবান্ধব, রিসাইকেল সুতি হাতে বানানো কাঁথা যুক্ত প্যাঁচওয়ার্ক কুইল্ট আনছেন দেশিও আমেজে। কুইল্টের দাম-৭ হাজার ৫০০ টাকা, সাইজ লম্বা ১০৮'', বহর ৯৬''। শুধু তাই নয় বিয়ের জন্য থাকছে ওয়েডিং কুইল্ট ভেলভেট , কাতান সংযুক্ত। আরও থাকছে বর্জ্য সুতি সুতায় হাতে কাটা ও তাঁতে তৈরি খাদি কাপড়ের পঞ্জ ও ছেলেময়েদের খাদি ও চেক শাল। আরও থাকছে গামছা টাই-ডাই তৈরি ফিউশন পোশাক। এবারের মূল লক্ষ্য জিরো ওয়েস্টেজ, ও পরিবেশবান্ধব পোশাক ও অন্যান্য আইটেম। যা বিশ্বব্যাপী এ স্লোগানের ঝড় বয়ে বেড়াচ্ছে ফ্যাশন মহলে। যোগাযোগ ০১৮৩৩-৩৭৫১১১।

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের একাদশ আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল এক জমকালো ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১২ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে সর্বাধিক প্রিয় ব্র্যান্ডকে সম্মানিত করে চলেছে। এ বছর ৩৭টি বিভাগে সেরা ব্র্যান্ড এবং সামগ্রিক শীর্ষ ১৫ ব্র্যান্ডকে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের জরিপ পদ্ধতি সম্পর্কে বক্তব্য প্রদান করেন লিডার, কাস্টোমাইজেড ইন্টেলিজেন্স, নিয়েলসেন, সাউথ এশিয়া প্রাসান্ত কল্লেরি ।

ব্র্যান্ডফেস্ট-২০২০-এর সমাপনী অধিবেশনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে অভিনন্দন জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বেসরকারি খাত ও বিনিয়োগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সালমান ফজলুর রহমান, এমপি, উল্লেখ করেন, ‘আমরা ২০২১ সালকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছি, আমি অনুরোধ করছি প্রত্যেকেই তাদের ব্যক্তিগত অগ্রগতিতে যথাসাধ্য চেষ্টা করবে, সেই সঙ্গে জাতিকে এগিয়ে নিয়ে যেতেও তারা সক্রিয়ভাবে তাদের ব্যক্তিগত ভূমিকা পালন করবে’।

‘সেলাইঘর’ মিরপুর আউটলেটের শুভ উদ্বোধন

বছরের প্রথম দিনে শুভ উদ্বোধন হল ফ্যাশন হাউজ সেলাইঘর-এর মিরপুর আউটলেটের। অনন্য ডিজাইন, দেশীয় বুনন আর সাশ্রয়ী মূল্যে গ্রাহকের কাছে সেরা পোশাকটি পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। খুব অল্প সময়ের মধ্যে গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয় তারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তাসলিমা নীলু বলেন, ‘শুরুতে আমরা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে গ্রাহকদের কাছে পছন্দের পোশাকটি পৌঁছে দিচ্ছিলাম। এক পর্যায়ে অধিকাংশ গ্রাহক আউটলেট করার জন্য পরামর্শ দিচ্ছিলেন। তাদের ভালোবাসার প্রতি সম্মান দেখিয়ে আমরা এই আউটলেটটি ওপেন করেছি।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার ইলিয়াস সানি। তিনি বলেন, ‘করোনাকালীন পরিস্থিতির কারণে যখন মার্কেটে গিয়ে শপিং করা সম্ভব হচ্ছিল না, তখন সেলাইঘর থেকে অনলাইনে মেয়ের জন্য পছন্দের পোশাকটি সংগ্রহ করতে পেরেছি। মিরপুর আউটলেট উদ্বোধন করায় এখন সরাসরি এসে পোশাক সংগ্রহ করতে পারব’। উল্লেখ্য, আউটলেটের পাশাপাশি গ্রাহকরা অনলাইনেও সেলাইঘর থেকে শপিং করতে পারবেন। সেলাইঘরের অনলাইন পেজের ঠিকানা https://www.facebook.com/selaighor.nilu

কে-ক্র্যাফট-এ ছাড়

বছরের শুরুতে ক্রেতাদের জন্য দিচ্ছে নির্বাচিত পোশাকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। রয়েছে সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি, টপস, শার্ট, ডেনিম প্যান্ট, ডেনিম শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট, বাচ্চাদের পোশাকসহ দারুণ সব পোশাকের বিশাল সংগ্রহ। এ ছাড়া রয়েছে শীত উপযোগী শাল, সোয়েটার, হুডি, পঞ্চসহ নানারকমের পোশাক। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এ অফার চলবে। আউটলেট ছাড়াও ৫০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী মূল্যে পরিবারের পছন্দের পোশাকটি ঘরে বসে অনলাইন স্টোর kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম