|
ফলো করুন |
|
|---|---|
শাড়ির সঙ্গে নারীর প্রেম যেন বহুদিনের। ফ্যাশনের খাতায় নানা পোশাক নতুন করে পুরোনোর ছলম ছেড়ে এলেও শাড়ি তার জায়গা দখল করে রেখেছে বহুকাল ধরে। আর বাঙালি নারীর সঙ্গে শাড়ির ভালোবাসা অন্যরকম। যে কোনো অনুষ্ঠান কিংবা ঘরোয়া আয়োজনে তাই শাড়ির বিকল্প নেই। তবে কেবল অনুষ্ঠান কিংবা ঘরোয়া আয়োজনেই নয়, অফিসের নিত্যদিনের সঙ্গী কিংবা ভার্সিটিসহ ইন্টারভিউ বোর্ডেও শাড়ি করে তুলতে পারে আপনাকে আত্মবিশ্বাসী। অন্যদিকে শীতের এ সময়ে সবচেয়ে বেশি থাকে দাওয়াতের পর্ব। তবে বাদসাধে এই হাড় হিম করা কনকনে ঠান্ডা। তাই চাইলেও খুব সহজে যে কোনো শাড়ি আপনি বেছে নিতে পারবেন না। আবার বারবার শাড়ি ধোয়ার ঝামেলা এড়িয়েও চলতে হবে শীতের এ সময়। তাই শাড়ি বেছে নেওয়ার বেলায় থাকতে হবে বেশ সতর্ক। অন্যদিকে শাড়ির কাপড় এবং এর কারুকাজের ওপর নির্ভর করে আছে নানা ধরন। জামদানি, সুতি, হাফ সিল্ক, রেশম শাড়ি, ঢাকাই জামদানিসহ আরও বেশ কিছু শাড়ি আছে শাড়ির ফ্যাশনের তালিকায়। শাড়ি পরিধানের ক্ষেত্রেও আছে নানা ধরন। বিয়ে কিংবা গায়ে হলুদের আয়োজনে শাড়ি যেমন করে পরবেন তেমন আবার কোনো পার্টি কিংবা অনুষ্ঠানে পরতে পারবেন না। এ ক্ষেত্রে শাড়ি যেমন হতে হবে আরামদায়ক তেমনি আবার আপনাকে দারুণভাবে যাতে ফুটিয়ে তুলতে পারে তার দিকে লক্ষ রাখতে হবে। একটি সময় পর্যন্ত পার্টি কিংবা কোনো অনুষ্ঠানে শাড়ি মানেই ছিল কারুকাজে ভরপুর। সময় পালটেছে, পালটেছে রুচিও। বর্তমানে কেবল শাড়ি খুব কারুকাজে ভরপুর থাকতে হবে এমনটা নয়, খুব সুন্দর করে অল্প কাজের মাঝেও তার নতুনত্বের ছোঁয়ায় শাড়িকে করে তোলা যায় অনেক বেশি আকর্ষণীয়। আর শাড়িকে তরুণ প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরতে কাজ করছেন অনেকেই। তার মধ্যে সাফওয়ানাস ক্লোজেট-এর স্বত্বাধিকারী আশরাফি মাহমুদ প্রভা অন্যতম। শাড়িকে তিনি তার ডিজাইনের ছোঁয়ায় বুননে বুননে ফুটিয়ে তুলেছেন এ সময়ের তরুণীদের জন্য ফ্যাশনের নান্দনিকতায়। অন্যদিকে এসব পার্টি শাড়ির মূল্য অনেক ক্ষেত্রেই বাজেটের নাগালের বাইরে হয়ে থাকে। আর এ বিষয়েই কাজ করছেন তিনি, যাতে করে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পৌঁছে দিতে পারেন শাড়ি সবার কাছে। আর পুঁজিও ছিল খুবই কম। মাত্র পনেরো হাজার টাকায় তিনি শুরু করেছিলেন তার স্বপ্নের পথচলা। তার কালেকশনেও আছে নানা ধরনের শাড়ি। আর শাড়িকে নতুনত্ব দিতে তিনি এর পরতে পরতে সাজিয়েছেন জরির অ্যাম্ব্রয়ডারিতে আর শাড়িকে রাখার চেষ্টা করেছেন যতটা হালকা রাখা সম্ভব। এতে করে এ সময়ের তরুণীদের শাড়ি পরার বিড়ম্বনা থেকে যেমন মিলবে মুক্তি তেমনি খুব সহজেই পার্টি শাড়িতে সাজিয়ে তুলতে পারবেন নিজেকে। বর্তমানে অনেক উদ্যোক্তাই এগিয়ে এসেছেন শাড়িকে আবার নতুন করে এ প্রজন্মের কাছে তুলে ধরতে। যাতে শাড়ি কেবল উৎসবে আয়োজনে নয়, যে কোনো অনুষ্ঠান কিংবা পার্টিতেও আপনি বেছে নিতে পারেন পছন্দ অনুযায়ী। আর শীতের এ সময়েও খুব সহজে শাড়ির সঙ্গে ম্যাচিং শালে নিজেকে সাজিয়ে তুলতে পারেন প্রিয় মানুষের চোখে।
