|
ফলো করুন |
|
|---|---|
পোশাকের সঙ্গে মিলিয়ে ঈদে চাই নতুন জুতা। আর তাই মানানসহ জুতা খুঁজতে মার্কেটে মার্কেটে ঘুরছেন ক্রেতাদর্শনার্থীরা। ঈদের জুতা কেমন হবে তা নিয়ে অনেকের আগাম ভাবনা থাকে। প্রতি বছর আমাদের দেশে ঈদকে সামনে রেখে নতুন নতুন ডিজাইনের জুতা স্যান্ডেল বাজারে নিয়ে আসে নামিদামি সব ব্র্যান্ড। করোনার সংকট কেটে গিয়ে স্বাভাবিক বেচা-বিক্রি হচ্ছে জুতার দোকানগুলোতে। সব ক্ষেত্রেই ছোট সোনামণিদের ঈদের কেনাকাটার প্রতি যত্নবান থাকেন তাদের বাবা-মা। এজন্য ছোট পা থেকে শুরু করে সব বয়সের পায়ের জন্য ঈদে থাকে ব্যতিক্রম সব কালেকশন। ঈদে ছেলেদের পায়জামা-পাঞ্জাবি ও ফতুয়ার সঙ্গে ম্যাচ করে স্লিপার ও স্যান্ডেলই সবার প্রথম পছন্দ! এ ক্ষেত্রে ছেলেদের জন্য ক্যাজুয়াল ও ফর্মাল দুই ধরনের সংগ্রহ রেখেছে ব্র্যান্ড শপ আর রকমারি জুতার দোকানগুলো। লেদার ও আর্টিফিশিয়াল লেদারে তৈরি স্যান্ডেলের বেশ রকমারি সংগ্রহ এসেছে ঈদ বাজারে। অতিরিক্ত গরমের কারণে হালকা গড়নের জুতাই অগ্রাধিকার পাচ্ছে এবারের ঈদে। আর মেয়েদের জন্য সব ধরনের জুতা বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। স্লিপার সেমিহিল থেকে শুরু করে পাথর খচিত রয়েছে এবারের মেয়েদের জুতার ডিজাইনে। মেয়েদের সাজসজ্জার ওপর নির্ভর করে জুতা কেমন হবে। তাই ক্রেতাদের পছন্দের কথা বিবেচনা করে প্রতি বছরই ঈদকে সামনে রেখে নতুন নতুন ডিজাইন যুক্ত হয় বলে জানান বিক্রেতারা। রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা আউটলেটের বিপণন কর্মকর্তা জানান, আমাদের দেশের যে কোনো উৎসব আনন্দের মধ্যে ঈদে সবচেয়ে বেশি জুতার চাহিদা থাকায় আমরা আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে থাকি, এ বছর এর ব্যত্যয় ঘটেনি। নতুন নতুন সব ডিজাইন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের জুতা। ঈদের জুতা পাবেন রাজধানীর বিভিন্ন এলাকার বাটা, এপেক্স, লোটো ও বে’র একাধিক আউটলেট।
