Logo
Logo
×

ঘরে বাইরে

একুশের স্মারক

Icon

আজাহার মাহমুদ

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসেই আমরা পেয়েছিলাম আমাদের মায়ের ভাষাকে আপন করে। শহিদের রক্ত দিয়ে কেনা এ ভাষার প্রতি আমাদের আছে আলাদা একটি অনুভূতি। ২১ ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। যেটা পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি দেয় ইউনেস্কো। বাংলাভাষাকে ফুটিয়ে তুলে এ ভাষার মাসে প্রিয়জনকে উপহার দিতে পারেন নানা কিছু। উপহার যখন নিজের সংস্কৃতি, নিজের মাতৃভাষার পরিচয় বহন করবে তখন সত্যি দেখতে ভালো লাগবে। সেই সঙ্গে দিতে পারেন ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন উপহার। চলুন জেনে নিই কী কী উপহার দেওয়া যায়।

মোমবাতি : ২১ ফেব্রুয়ারি রাত ১২টার পর থেকে শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করার জন্য চাইলে আপনার প্রিয়জন, প্রতিবেশী, বন্ধুদের মোমবাতি উপহার দিতে পারেন। এতে তারাও উৎসাহ পাবে, আনন্দিত হবে। ভাষা দিবসের মাহাত্ম্য বুঝবে।

শাড়ি : পরিবারের নারীদের এ দিনে শাড়ি দিতে পারেন উপহার হিসাবে। শাড়িতে থাকে ভাষার ইতিহাস নিয়ে নানা জলছাপ। বেশিরভাগ ক্ষেত্রে তাতে আঁকিবুঁকি থাকে শহিদ মিনার, বিভিন্ন অক্ষর যেমন অ, আ, ই, ঈসহ সব বর্ণমালা।

মগ : বর্ণমালা-সংবলিত মগ প্রিয় বন্ধুকে উপহার দিতে পারেন এ দিনে। কিংবা এ দিবস সম্পর্কিত একটি উক্তি দিয়ে প্রিন্ট করা একটি মগ উপহার দিতে পারেন। এ ছাড়া মগে মাতৃভাষার বিভিন্ন ডিজাইন করে দিতে পারেন। এটা ভাষা দিবসে সুন্দর একটি উপহার হতে পারে।

টি-শার্ট, পাঞ্জাবি : ছেলেদের এদিনে টি-শার্ট , শার্ট আর পাঞ্জাবি উপহার দিতে পারেন। সাদা আর কালো রঙের পাঞ্জাবিতে থাকবে ভাষার ইতিহাস-সংবলিত বিভিন্ন অঙ্কন। এ ছাড়া টি-শার্টের ক্ষেত্রে বড় বড় বর্ণ কিংবা খোলা জানালার স্বাধীনতার প্রতীক দেখা যায়। এটা ছেলেদের জন্য সুন্দর একটি উপহার।

ফুল : ফুল আর ফেব্রুয়ারি যেন এক সুতায় গাঁথা। প্রভাতফেরিতে ফুল দেওয়ার জন্য প্রিয়জন, প্রতিবেশী, বন্ধুদের উপহার দিতে পারেন ফুল। আপনার দেওয়া উপহারের ফুল পেয়ে প্রভাতফেরিতে ফুল দিতে যাবে এটাও একটা আনন্দের বিষয়।

বই : এ ছাড়া এ দিনে উপহার দিতে পারেন বই। বাংলাভাষার ইতিহাস নিয়ে ভালো একটি বই দিতে পারেন আপনার বন্ধু এবং প্রিয়জনকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম