|
ফলো করুন |
|
|---|---|
দেখতে দেখতে চলে এলো পবিত্র ঈদুল আজহা। আর উৎসব যখন ঈদ, তখন নারীর সাজে শাড়ির কদর সবার আগে। শুধু ঈদ নয়, ঋতুভেদে ঘরোয়া বা বাইরের আয়োজনে শাড়ি থাকে সবার আগে পছন্দের তালিকায়।
ইতিহাসের পাতা উলটালে শাড়ির প্রচলন মিলবে খ্রিষ্টপূর্ব তিন হাজার বছর আগে থেকে। সে সময় শাড়ি ছিল নানা নামে পরিচিত। মসলিন শাড়ি ইতিহাসে উল্লেখযোগ্য। সময়ের পালাবদলে যুক্ত হয়েছে আরও বেশ কিছু নতুন নাম। কাতান, বেনারসি, জামদানি, মণিপুরি কিংবা তাঁতের শাড়ি এর মধ্যে অন্যতম। অন্যদিকে এ সময়ে বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম দুই মাথায় রেখেই দেশীয় হাউজগুলো শাড়িতে রেখেছে কারুকাজের ভিন্নতা। এর পাশাপাশি আরও আছে ট্রেডিশনাল শাড়ি। ঈদের শাড়ির আয়োজন নিয়ে লা-রিভের প্রধান নির্বাহী পরিচালক মুন্নুজান নার্গিস জানান, ‘গরমের বিষয় মাথায় রেখে সবার আগে আরামকেই প্রাধান্য দিয়েছি আমরা। অন্যদিকে যেহেতু শাড়ি তাই কটন, হাফসিল্ক, মসলিন কিংবা জরির কাতানকে বেছে নেওয়া হয়েছে যাতে শাড়ি থাকে কারুকাজময়। এ ছাড়া রঙের ক্ষেত্রে এবারের থিম বিলঙ্গিংকে মাথায় রেখে উজ্জ্বল রঙের পাশাপাশি অ্যাকুয়া কালার, লেভেন্ডা, পেস্টাল শেডের কিছু কালার রাখা হয়েছে। যেহেতু বর্ষার সময় তাই কালারের বিষয়টিও সমানভাবে দেখা হয়েছে’। এ ছাড়া অনেকেই আছেন যারা খুব সিম্পল কাজের শাড়ি পরতে পছন্দ করেন। এ ক্ষেত্রে সুতি শাড়ি বেছে নিতে পারেন অনায়াসে। বৃষ্টি ও গরম মাথায় রেখে রঙের বিষয়ে এবারের ঈদের শাড়িতে রঙের কারুকাজ এগিয়ে আছে। তবে আপনার যদি পছন্দের তালিকায় থাকে হালকা কারুকাজের এক কালারের কোনো শাড়ি তবে তার সঙ্গে ম্যাচিং করে ভারী কাজের ব্লাউজ বেছে নিতে পারেন। অথবা গলায় পরতে পারেন ভারী গহনা। কানে ভারী ঝুমকাও এ ক্ষেত্রে মন্দ লাগে না। অ্যান্টিক কালেকশন কিংবা ইমিটেশন, রুপার অথবা স্বর্ণের গহনার চাহিদাও শাড়ির সঙ্গে বাড়ছে দিনকে দিন। ঈদের রাতে জামদানি শাড়ি মানায় সবচেয়ে ভালো। তাই এ দিনে জামদানি পরার বেপারে ফ্যাশন হাউজ ‘দ্য হ্যাঙ্গার’-এর কর্ণধার মারজিয়া জলিল বলেন-‘যেহেতু কুরবানির ঈদে পুরো দিন ব্যস্ততায় কাটে তাই নারীরা পছন্দের সাজে তৈরি হয় বিকাল থেকে সন্ধ্যায়। এ সময় তারা পরতে পারেন পেটানো কাজের যে কোনো গর্জিয়াস জামদানি। সেটা হতে পারে বন্ধুদের আড্ডায় কিংবা শ্বশুরবাড়িতে বেড়ানোর জন্য।’ এ ক্ষেত্রে হালকা কাজ বেছে নিতে পারেন এ সময়। যেহেতু গরম ও বৃৃষ্টির সময় যাচ্ছে তাই শাড়ি বেছে নেওয়ার আগে এ বিষয়গুলো মাথায় রাখা আবশ্যক। তবেই নারী শাড়িতে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে স্বাছন্দ্যের সঙ্গে এবারে ঈদের সব আয়োজনে।
কোথায় পাবেন : যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, মোহাম্মদপুর, বনশ্রী, শ্যামলী, গাউছিয়াসহ আপনার আশপাশের যে কোনো শপিংমলে।
