Logo
Logo
×

ঘরে বাইরে

গৃহিণীর জন্য

আপনি কি উদার?

Icon

প্রকাশ: ১৬ জুলাই ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

১। বিয়েবাড়িতে পরার জন্য ননদ আপনার কাছ থেকে একটি দামি শাড়ি চেয়ে নিয়ে গেছেন। ফেরত দেয়ার সময় দেখলেন

তাতে খাবারের দাগ লেগে রয়েছে। শাড়িটা আপনার খুব পছন্দের। আপনি-

(ক) ননদকে খুব বকাবকি করবেন। কারও শাড়ি যখন নিয়েছে, তখন সেটার প্রতি আরও বেশি যত্ন নেয়া উচিত ছিল।

(খ) কিছু বলবেন না। এমনটা তো আপনার সঙ্গেও হতে পারত।

(গ) ননদকে বলে দেবেন যে এরপর থেকে যেন আর কিছু তিনি না চান।

২। আপনার এক বান্ধবীর বেশ কিছু টাকার প্রয়োজন। এ মুহূর্তে আপনার হাতেও অতিরিক্ত টাকাও নেই। আপনি-

(ক) জোগাড় করে খুশি মনে দিয়ে দেবেন। প্রয়োজনের সময় বন্ধুর পাশে না দাঁড়ালে আর কিসের বন্ধুত্ব।

(খ) বান্ধবীকে সরাসরি বলবেন সে এই মুহূর্তে আপনার পক্ষে তো টাকা দেয়া সম্ভব নয়। তবে চেষ্টা করবেন যদি কিছুটা

অন্তত জোগাড় করতে পারেন।

(গ) টাকা দেয়ার প্রশ্নই নেই। আজকাল কাউকে ভরসা করার উপায় নেই। কবে ধার শোধ করে তার ঠিক নেই।

৩। এক সহকর্মীর সঙ্গে আপনার সম্পর্ক তেমন ভালো নয়। তার কাজে কোনো ত্র“টি খুঁজে পেলে আপনি-

(ক) সঙ্গে সঙ্গে বসের কাছে নালিশ জানাবেন। এমন সুযোগ কেউ ছাড়ে।

(খ) বসের কাছে যাবেন না। তবে এ নিয়ে অন্য সহকর্মীদের কাছে তার নামে বদনাম করার চেষ্টা করবেন।

(গ) সহকর্মীর সঙ্গে সরাসরি কথা বলে তার ভুল ধরিয়ে দেবেন। কাজটা ভালো হওয়াই আপনার কাছে বেশি জরুরি।

৪। রাস্তার কোনো পথশিশু আপনার কাছে টাকা চাইলে আপনি-

(ক) ভুলেও দেন না

(খ) সব সময় না হলেও মাঝে মাঝে দেন।

(গ) সব সময় দেন। প্রয়োজনে দোকান থেকে বেশি করে জিনিসও কিনে দেন।

৫। স্বামী আপনার জন্য বিদেশ থেকে একটি দামি সুগন্ধি এনে দিয়েছেন। আপনার বোনেরও সেটা পছন্দ হয়েছে। আপনি-

(ক) বোনকে অন্য কোনো পছন্দের সুগন্ধি কিনে দেবেন।

(খ) সুগন্ধিইতো বোনের যখন পছন্দ, তখন দিয়ে দেবেন।

(গ) বোনকে পুরোপুরি দিয়ে দেবেন না। তবে বলবেন যে বোন যখন খুশি ব্যবহার করতে পারেন।

১। (ক)১০ ২। (ক)১৫ ৩। (ক)৫ ৪। (ক)৫ ৫। (ক)৫

(খ)১৫ (খ)১০ (খ)১০ (খ)১০ (খ)১৫

(গ)৫ (গ)৫ (গ)১৫ (গ)১৫ (গ)১০

(২৫-৩০) নাম্বার আপনি একেবারেই উদার নন। কাউকে চট করে ভরসা করা কারো জন্য কিছু করা ইত্যাদি আপনার

মাথায় নেই। বরং সব সময় ওঁতপেতে থাকেন কীভাবে কাউকে জব্দ করবেন। এগুলো মোটেও কোনো ভালো গুণ নয়।

এ ধরনের স্বভাব যত তাড়াতাড়ি পালটে ফেলতে পারেন ততই মঙ্গল।

(৪০-৫৫) নাম্বার আপনি ব্যালেন্সড ভাবে চলতে পছন্দ করেন। উদারতা দেখাতে গিয়ে নিজের আয়ত্বের বাইরে চলে যান না

কখন কোথায় দাড়ি টানতে হয় আপনি জানেন। অবশ্য কখনও কখনও আপনারও ভুল হয়। তবে সেটাতো স্বাভাবিক।

মোটের ওপর আপনি ঠিক পথেই রয়েছেন।

(৬০-৭০) নাম্বার আপনি আবার একটু বেশিই উদার। এতটাই যে তাতে নিজের ক্ষতি হলেও আপনি পরোয়া করেন না। উদার

হওয়া ভালো তবে খেয়াল রাখবেন কেউ যেন তার সুযোগ না নেয়। গ্রন্থনা : এনামুল হক বসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম